জেনারেল কাসেম সোলাইমানির শাহাদাতবার্ষিকী
(last modified Mon, 03 Jan 2022 09:01:40 GMT )
জানুয়ারি ০৩, ২০২২ ১৫:০১ Asia/Dhaka
  • জেনারেল কাসেম সোলাইমানির শাহাদাতবার্ষিকী
    জেনারেল কাসেম সোলাইমানির শাহাদাতবার্ষিকী

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল-মুহান্দিসকে পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছেন ইরান - ইরাকের লক্ষাধিক জনগণ। সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের এই দুই বীর কমান্ডারের শাহাদাতের দ্বিতীয় বার্ষিকীতে ইরান- ইরাকজুড়ে পদযাত্রা এবং সভা সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

২০২০ ইং সালের ৩ জানুয়ারিতে বাগদাদ বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় কুদস ফোর্সের কমান্ডার জেনারেল শহীদ কাসেম সোলাইমানি, আবু মাহদি আল-মোহান্দেসসহ আরো বেশ কয়েকজন সহযোগী শহীদ হন। এই শহীদদের মরদেহ লক্ষাধিক ভক্তের অংশগ্রহণে কাজেমাইন, বাগদাদ, নাজাফ, কারবালা, আহওয়াজ, মাশহাদ, তেহরান, কেরমানও কোম শহরে জানাজা ও শোকানুষ্ঠান অনুষ্ঠিত হয়।#

পার্সটুডে/আবুসাঈদ/০৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ