সব পক্ষের অভিমত
নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত ভিয়েনা সংলাপে অগ্রগতি হচ্ছে: রাশিয়া
-
রুশ প্রতিনিধিদলের প্রধান মিখাইল উলিয়ানোভ
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের ওপর থেকে আমেরিকার নিপীড়নমূলক নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনায় অগ্রগতি হচ্ছে বলে জানিয়েছেন ওই আলোচনায় রুশ প্রতিনিধিদলের প্রধান মিখাইল উলিয়ানোভ।
তিনি বুধবার রাতে নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে লিখেছেন, ভিয়েনা সংলাপে অংশগ্রহণকারী সকল পক্ষ মনে করছে আলোচনায় অগ্রগতি হচ্ছে। উলিয়ানোভ আমেরিকার ইরান বিষয়ক বিশেষ প্রতিনিধি রবার্ট ম্যালির সঙ্গে এক বৈঠকের পর ওই টুইটার বার্তা প্রকাশ করেন।

রবার্ট ম্যালির নেতৃত্বে আমেরিকার একটি প্রতিনিধিদল ভিয়েনায় অবস্থান করছে। এই দলটি পরোক্ষভাবে ভিয়েনা সংলাপে অংশ নিচ্ছে।ইরান বলেছে, আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার কারণে এই সমঝোতা পুনরুজ্জীবন সংক্রান্ত সংলাপে অংশগ্রহণ করার যোগ্যতা তার নেই।
২০২০ সালের এপ্রিলে ভিয়েনায় এ সংক্রান্ত সংলাপ শুরু হয় এবং গত ২৭ ডিসেম্বর এই সংলাপের অষ্টম দফা আলোচনা শুরু হয়।ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি-কানি এ সংলাপে ইরানের প্রতিনিধিত্ব করছেন।#
পার্সটুডে/এমএমআই/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।