মস্কোয় জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
‘নিষেধাজ্ঞা অকার্যকর করতে ঘনিষ্ঠভাবে কাজ করবে ইরান ও রাশিয়া’
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, দ্বিপক্ষীয় বাণিজ্যিক সহযোগিতার উন্নয়ন, দীর্ঘমেয়াদী সহযোগিতা বিস্তার এবং ইরান ও রাশিয়ার ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অকার্যকর করে দিতে ঘনিষ্ঠভাবে কাজ করতে সম্মত হয়েছে তেহরান ও মস্কো।
রাশিয়া সফররত ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি গতকাল (বুধবার) ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের পর একথা জানান আব্দুল্লাহিয়ান। ওই সাক্ষাতে দু’দেশের প্রেসিডেন্টরা নিজেদের মধ্যে কৌশলগত সম্পর্ক শক্তিশালী করতে আগ্রহ প্রকাশ করেন।

প্রেসিডেন্ট রায়িসির সফরসঙ্গী হিসেবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মস্কোয় অবস্থান করছেন। তিনি বুধবার রাতে নিজের ইনস্টাগ্রাম পেজে দেয়া এক পোস্টে আরো জানান, ইরান ও রাশিয়ার মধ্যে কৌশলগত সম্পর্ক শক্তিশালী করার বহু সুযোগ ও সম্ভাবনা রয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশের ওপর আমেরিকার একতরফা নিষেধাজ্ঞার কারণে সৃষ্ট সীমাবদ্ধতা সত্ত্বেও দ্বিপক্ষীয় বাণিজ্যিক লেনদেন বৃদ্ধি করার জন্য উভয় দেশের সরকারি-বেসরকারি উদ্যোক্তারা তাদের প্রস্তুতির কথা ঘোষণা করেছেন।#
পার্সটুডে/এমএমআই/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।