আফ্রিকায় উন্নয়নের জন্য প্রয়োজনীয় সবই আছে: ইরানের প্রেসিডেন্ট
-
টোগোর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইরানি প্রেসিডেন্ট
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, একটি মহাদেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য যা কিছু প্রয়োজন তার সবই আফ্রিকায় রয়েছে। কিন্তু পাশ্চাত্য সব সময় সেখানে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ চাপিয়ে দিয়েছে। নানা পন্থায় তাদের স্বার্থ হাসিল করেছে।
পশ্চিম আফ্রিকার দেশ টোগোর পররাষ্ট্রমন্ত্রী রবার্ট দুসি'র সঙ্গে তেহরানে এক বৈঠকে তিনি এ কথা বলেন।
ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, টোগোসহ আফ্রিকার সব দেশের সঙ্গে সম্পর্ক জোরদারকে গুরুত্ব দেয় তেহরান। বৈঠকে টোগোর পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের বিরুদ্ধে আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা অবৈধ। তার দেশ ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে আগ্রহী বলে জানান এই মন্ত্রী।

এদিকে, ব্রুনেইয়ের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে ইরানের প্রেসিডেন্ট বলেছেন, তাঁর দেশ গোটা বিশ্বের সঙ্গে বিশেষকরে প্রতিবেশী ও মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী। তেহরানে নিযুক্ত ব্রুনেইয়ের নতুন রাষ্ট্রদূত ইসমাইল আব্দুল মানাপ আজ ইরানি প্রেসিডেন্টের কাছে তার পরিচয়পত্র জমা দেওয়ার সময় দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা করেন।
এ সময় রায়িসি আরও বলেন, ইরান ও ব্রুনেইয়ের মুসলমানদের মধ্যে আত্মার সম্পর্ক রয়েছে। এর ভিত্তিতে দ্বিপক্ষীয় আর্থ-রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে হবে।
ইরানের পররাষ্ট্রনীতিতে প্রতিবেশী ও মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের বিষয়টি সব সময় গুরুত্ব পেয়েছে বলে জানান রায়িসি। এ সময় ব্রুনেইয়ের রাষ্ট্রদূত ইরানি প্রেসিডেন্টকে তার দেশের রাজার পক্ষ থেকে সালাম পৌঁছে দেন।#
পার্সটুডে/এসএ/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।