আমেরিকা কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা বলছে, কিন্তু তা যথেষ্ট নয়: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i103400-আমেরিকা_কিছু_নিষেধাজ্ঞা_প্রত্যাহারের_কথা_বলছে_কিন্তু_তা_যথেষ্ট_নয়_ইরান
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, আমেরিকা কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা বলছে, কিন্তু তা যথেষ্ট নয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ০৫, ২০২২ ১৮:২০ Asia/Dhaka
  • খাতিবজাদে
    খাতিবজাদে

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, আমেরিকা কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা বলছে, কিন্তু তা যথেষ্ট নয়।

তিনি আজ (শনিবার) আরও বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে নানা কথা শোনা যাচ্ছে, কিন্তু সবাই এটা ভালো করেই জানে এটুকু দিয়ে হবে না, এটা যথেষ্ট নয়। আমেরিকাকে বেসামরিক পরমাণু কর্মসূচি সংক্রান্ত নিষেধাজ্ঞাসহ সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে বলে তিনি জানান।

আমেরিকা ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে ২০১৮ সালে অবৈধভাবে বেরিয়ে গেছে। এরপর থেকে ইরানের বিরুদ্ধে নতুন নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে তারা। কিন্তু তাদের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান সামনের দিকে এগিয়ে গেছে। নিষেধাজ্ঞা ব্যর্থ হওয়ার পর এখন এ ক্ষেত্রে কিছু ছাড় দেওয়ার কথা বলছে আমেরিকা।

গতরাতে একজন মার্কিন কর্মকর্তা ইরানের বিরুদ্ধে পরমাণু নিষেধাজ্ঞায় ছাড় দেওয়ার কথা জানিয়েছেন। তবে ইরান প্রথম থেকেই বলে আসছে নিষেধাজ্ঞা পরিপূর্ণভাবে প্রত্যাহার করতে হবে।#

পার্সটুডে/এসএ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।