ফেব্রুয়ারি ০৬, ২০২২ ১২:০৯ Asia/Dhaka
  • ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাবাহি ফার্দ
    ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাবাহি ফার্দ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর বিমান প্রতিরক্ষা বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাবাহি ফার্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, শত্রুরা যদি সামান্যতম ভুল করে তাহলে দাঁতভাঙ্গা জবাব পাবে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে গতকাল (শনিবার) একথা বলেন জেনারেল সাবাহি ফার্দ। তিনি বলেন, "বিমান বাহিনীর সেনাদের চোখ সব সময় খোলা রয়েছে এবং সমস্ত শক্তি দিয়ে প্রতিমুহূর্তে নজরদারি করছে। ইরানের আকাশসীমার রক্ষক হচ্ছে এই বাহিনী। ইরানের আকাশসীমা বিমান বাহিনীর জন্য সর্বোচ্চ পর্যায়ের স্পর্শকাতর একটি বিষয় এবং এটি বিমান প্রতিরক্ষা বাহিনীর কাছে রেড লাইন।"

তিনি শত্রুদেরকে হুঁশিয়ার করে আরো বলেন, ইরানের বিমান বাহিনী পিছু হটবে না কিংবা তার জাতীয় স্বার্থ নিয়ে কৌতুক করবে না। শত্রুরা যদি কোনো রকমের ভুল করে এবং আমাদের দেশের বিরুদ্ধে সামরিক তৎপরতার মাধ্যমে কোনো রকমের ঝুঁকি সৃষ্টি হয় তাহলে আমরা তাদের বিরুদ্ধে পূর্ণ প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে যাব; তারা সামান্যতম ভুল করলে তার জন্য তাদেরকে অনুশোচনা করতে হবে।”

সাম্প্রতিক মাসগুলোতে ইরানের সামরিক বাহিনীর কমান্ডাররা আমেরিকা এবং ইহুদিবাদী ইসরাইলকে ইরানবিরোধী বাগাড়ম্বর ও হুমকি অব্যাহত রাখার জন্য সতর্ক করেছেন। গত মাসে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে বলেছে, বৃহৎ পরিসরে ইরানের বিরুদ্ধে হামলা করার ক্ষমতা ইসরাইলের নেই।#

পার্সটুডে/এসআইবি/এআর/৬

ট্যাগ