ইসলামি বিপ্লবের ৪৩তম বার্ষিকী; সাড়ম্বরে অনুষ্ঠিত হচ্ছে শোভাযাত্রা
-
সাড়ম্বরে অনুষ্ঠিত হচ্ছে শোভাযাত্রা
ইরানে আজ পালিত হচ্ছে ইসলামি বিপ্লব বিজয়ের ৪৩তম বার্ষিকী। এ উপলক্ষে সারাদেশে আয়োজন করা হয়েছে বিজয়ের শোভাযাত্রা। তবে করোনাভাইরাসের প্রকোপের কারণে কিছু বিধিনিষেধ ও সীমাবদ্ধতার মধ্যে অনুষ্ঠিত হচ্ছে শোভাযাত্রাগুলো।
ইরানের ইসলামি প্রচার বিষয়ক সমন্বয় পরিষদ এক বিবৃতি প্রকাশ করে বিজয় দিবসের শোভাযাত্রার কর্মসূচি ঘোষণা করেছে। এতে বলা হয়েছে, সারাদেশের ১,৫০০ শহর ও ৩০,০০০ গ্রামে [স্থানীয় সময়] সকাল সাড়ে ৯টা থেকে একযোগে বিপ্লব বার্ষিকীর শোভাযাত্রা শুরু হবে।তবে যেসব শহর ও গ্রামকে করোনাভাইরাসের কারণে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে সেসব শহরে পদযাত্রার পরিবর্তে মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। বাকি শহর ও গ্রামগুলোতে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাভাবিক শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন ইরানি নাগরিকরা।
রাজধানী তেহরান রেড জোনের আওতায় থাকায় এখানে সকাল সাড়ে ৯টা থেকে মোটর শোভাযাত্রা শুরু হয়েছে। তেহরানের ১২টি স্থান থেকে শুরু হয়ে আজাদি স্কয়ারে গিয়ে শেষ হবে এই শোভাযাত্রা। এখানে বিপ্লব বার্ষিকী উপলক্ষে বিশেষ কিছু অনুষ্ঠান উদযাপিত হবে যা সকাল ১১টায় শেষ হবে।
করোনাভাইরাসের প্রকোপ দেখা দেওয়া আগের বিপ্লব বার্ষিকীগুলোতে আজাদি স্কয়ারে সমবেত জনতার উদ্দেশে ইরানের প্রেসিডেন্টের ভাষণ দেওয়ার রেওয়াজ ছিল। কিন্তু এ বছর প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি এখানে ভাষণ দেবেন না। এর পরিবর্তে তিনি তেহরানের ঈদগাহ ময়দানে জুমার নামাজ পড়তে আসা সমবেত মুসল্লিদের উদ্দেশে বেলা সাড়ে ১১টায় তার মূল্যবান ভাষণ পেশ করবেন।
এর আগে বিজয় দিবসকে সামনে রেখে গতকাল (বৃহস্পতিবার) রাত নয়টায় সারাদেশ প্রকম্পিত হয়েছে ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে। ইরানের সর্বস্তরের মানুষ নিজ নিজ বাড়ির ছাদে উঠে ‘আল্লাহু আকবার’ ধ্বনি তুলে মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। একইসঙ্গে সারাদেশের মসজিদের মিনারগুলো থেকেও ভেসে এসেছে একই ধ্বনি।
'আল্লাহু আকবার' ধ্বনি শোনা গেছে রেডিও ও টিভি চ্যানেলগুলো থেকেও। রাত নয়টা বাজতেই একের পর এক আতশবাজির ঝলকানি দেখা যায় সারা দেশের আকাশে।#
পার্সটুডে/এমএমআই/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।