ইসলামী বিপ্লবের তেতাল্লিশতম বসন্তে ইরানজুড়ে আনন্দ মিছিল
https://parstoday.ir/bn/news/iran-i103680-ইসলামী_বিপ্লবের_তেতাল্লিশতম_বসন্তে_ইরানজুড়ে_আনন্দ_মিছিল
ইসলামি বিপ্লব বিজয়ের তেতাল্লিশতম বার্ষিকীতে অপরূপ সাজে সেজেছে সমগ্র ইরান। দেশজুড়ে আনন্দ মিছিলে যোগ দিয়েছে আপামর জনতা। তেতাল্লিশ বছর আগে ১৯৭৯ সালের ১ ফেব্রুয়ারিতে ইসলামি বিপ্লবের রূপকার মরহুম ইমাম খোমেনি ১৫ বছরের নির্বাসনের ইতি টেনে স্বদেশের মাটিতে পা রাখেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
ফেব্রুয়ারি ১১, ২০২২ ১৫:০৬ Asia/Dhaka
  • বিপ্লব বার্ষিকীর শোভাযাত্রা
    বিপ্লব বার্ষিকীর শোভাযাত্রা

ইসলামি বিপ্লব বিজয়ের তেতাল্লিশতম বার্ষিকীতে অপরূপ সাজে সেজেছে সমগ্র ইরান। দেশজুড়ে আনন্দ মিছিলে যোগ দিয়েছে আপামর জনতা। তেতাল্লিশ বছর আগে ১৯৭৯ সালের ১ ফেব্রুয়ারিতে ইসলামি বিপ্লবের রূপকার মরহুম ইমাম খোমেনি ১৫ বছরের নির্বাসনের ইতি টেনে স্বদেশের মাটিতে পা রাখেন।

ইমাম খোমেনির স্বদেশ প্রত্যাবর্তন

তাঁর স্বদেশ প্রত্যাবর্তনের ১০ দিন পর বাইশ বাহমান মোতাবেক ১১ ফেব্রুয়ারি ইসলামি বিপ্লব চূড়ান্ত বিজয় লাভ করে। ওই ঘটনার ৪৩ বছর পর আজ ইরানের দক্ষিণ থেকে উত্তর, পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে তাদের ঐক্য ও সংহতিপূর্ণ আনন্দের দৃঢ়তার চিত্র। তিন রঙের জাতীয় পতাকা ধারন করে ইরানের জনগণ নিজেদের মধ্যকার এক রং তথা ঐক্যের প্রমাণ দিয়েছে।

মিছিলকারীদের হাতে জাতীয় পতাকা

ইমাম খোমেনি (রহ) এর আদর্শের প্রতি তারা যে আজও অবিচ্ছিন্ন ও অবিচল, তারই স্বাক্ষর রেখেছে তারা আজকের স্বতস্ফূর্ত ও আনন্দঘন বিজয় মিছিলে। বিভিন্ন শ্রেণীর মানুষ 'প্রাচ্যও নয়, পাশ্চাত্যও নয় ইসলামি প্রজাতন্ত্র'- বিপ্লবের এই শ্লোগান দিয়ে ইরানের শত্রুদের বুঝিয়ে দিয়েছে তাদের সকল অপপ্রচার ব্যর্থ হয়েছে। সুতরাং পশ্চিমাদের উচিত ইরানি জনগণের মধ্যকার ঐক্য ও সংহতির দৃঢ়তা ও উন্নয়নকে ভয় করা। আজকের বিরুপ আবহাওয়ার মধ্যেও বরফ বৃষ্টি উপেক্ষা করে ইসলামি বিপ্লব বিজয়ের আনন্দ উৎসবে যোগ দিয়েছে আপামর জনতা।#

পার্সটুডে/এনএম/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।