'সন্ত্রাসী গোষ্ঠী এমকেও-কে সমর্থন দেয়ার মূল্য দিতে হবে'
https://parstoday.ir/bn/news/iran-i104054
ইসলামি প্রজাতন্ত্র ইরান ইউরোপের দেশগুলোতে সতর্ক করে বলেছে, তারা মুনাফেকিন গোষ্ঠী মুজাহিদিনে খালক অর্গানাইজেশন বা এমকেও-র প্রতি যে সমর্থন দিচ্ছে তার জন্য তাদেরকে মূল্য দিতে হবে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
ফেব্রুয়ারি ১৯, ২০২২ ১৬:৫৫ Asia/Dhaka
  • কাজেম গরিবাবাদি
    কাজেম গরিবাবাদি

ইসলামি প্রজাতন্ত্র ইরান ইউরোপের দেশগুলোতে সতর্ক করে বলেছে, তারা মুনাফেকিন গোষ্ঠী মুজাহিদিনে খালক অর্গানাইজেশন বা এমকেও-র প্রতি যে সমর্থন দিচ্ছে তার জন্য তাদেরকে মূল্য দিতে হবে।

ইরানি বিচার বিভাগের প্রধানের আন্তর্জাতিক বিষয়ক সহকারি কাজেম গরিবাবাদি এ কথা বলেছেন। তিনি বলেন, উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের প্রতি সমর্থন যেমন সংকট তৈরি করেছিল, তেমনি এমকেও-র প্রতি সর্মথন ইউরোপের জন্য হিতে বিপরীত হবে।

গতকাল (শুক্রবার) ইউরোপীয় পার্লামেন্ট এমকেও-কে রাজনৈতিক বিরোধী শক্তি উল্লেখ করে তার প্রতি সমর্থন ঘোষণা করেছে। এই পদক্ষেপের সরাসরি নিন্দা করেছেন কাজেম গরিবাবাদি। তিনি বলেন, ইউরোপীয় সংসদ তাদের রাজনৈতিক স্বার্থে যে নীতি অনুসরণ করছে এবং এমকেও-র ন্যক্কারজনক অপরাধযজ্ঞের ব্যাপারে যে অন্ধ নীতি গ্রহণ করেছে তা অত্যন্ত লজ্জাজনক।

ফ্রান্সের এলিসি প্রাসাদ

ইরানে ইসলামী বিপ্লব সফল হওয়ার পর পশ্চিমা মদদে বিপ্লব-বিরোধী এই সন্ত্রাসী গোষ্ঠী ইরানে জঘন্যতম বর্বরতা চালায় এবং কমপক্ষে ১২ হাজার নিরপরাধ বেসামরিক ইরানি নাগরিককে হত্যা করেছে। এই গোষ্ঠী দেশের বাইরে থেকে এখনো তাদের ঘৃণ্য অপরাধযজ্ঞ অব্যাহত রেখেছে।

কাজেম গরিবাবাদি বলেন, ইউরোপীয় দেশগুলোর জানা উচিত যে, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের চার হাজার সদস্য ছিল ইউরোপীয় নাগরিক এবং তারা ইউরোপের জন্য চরম নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছিল। ঠিক একইভাবে এমকেও-র প্রতি সমর্থনের জন্য তাদেরকে মূল্য দিতে হবে। কাজেম গরিবাবাদি সুস্পষ্ট করে বলেন, এমকেও-র প্রতি সবচেয়ে ঘৃণ্য সমর্থন দিয়েছে আমেরিকা এবং ফ্রান্স।#

পার্সটুডে/এসআইবি/১৯