রেড লাইন থেকে সরে যাবেন না: ইরান সরকারকে সংসদের আহ্বান
(last modified Sun, 20 Feb 2022 12:37:06 GMT )
ফেব্রুয়ারি ২০, ২০২২ ১৮:৩৭ Asia/Dhaka
  • ইরানের জাতীয় সংসদের অধিবেশন (ফাইল ফটো)
    ইরানের জাতীয় সংসদের অধিবেশন (ফাইল ফটো)

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরান ও পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা পুনর্বহাল এবং তেহরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে যে সংলাপ চলছে সে ব্যাপারে নির্ধারিত রেড লাইন থেকে সরে না যাওয়ার জন্য প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির অন্তত ২০০ সংসদ সদস্য।

আজ (রোববার) এক যৌথ বিবৃতিতে এসব সংসদ সদস্য বলেছেন, গত আট বছর ধরে আমেরিকা ও ইউরোপের তিন মিত্র ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি তাদের প্রতিশ্রুতির প্রতি সম্মান দেখাতে ব্যর্থ হয়েছে। তারা এমন কোনো পদক্ষেপ নিতে পারে নি যার কারণে ইরানের স্বার্থ ক্ষতিগ্রস্ত না হয়। এসব সংসদ সদস্য আরো বলেছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার কারণে ওষুধ এবং চিকিৎসা সামগ্রীসহ জরুরী পণ্য আমদানি করতে পারে নি তেহরান কিন্তু পশ্চিমা দেশগুলো এ ব্যাপারে কোনো ইতিবাচক ভূমিকা রাখে নি

ভিয়েনা সংলাপ

সংসদ সদস্যরা যৌথ বিবৃতিতে বলেছেন, "আমাদেরকে অতীত থেকে শিক্ষা নিতে হবে এবং ইরানের জনগণের স্বার্থকে রেড লাইন হিসেবে দেখতে হবে। ফলে প্রয়োজনীয় নিরাপত্তা না পাওয়া পর্যন্ত কোনো চুক্তি করা যাবে না।"

ইরানের সংসদ সদস্যরা জোর দিয়ে বলেছেন ওয়াশিংটন এবং তার ইউরোপীয় মিত্রদেরকে অবশ্যই প্রয়োজনীয় গ্যারান্টি দিতে হবে যাতে ভবিষ্যতে তারা আর কখনো ইরানের পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যেতে না পারে। পাশাপাশি তাদেরকে এই নিশ্চয়তা দিতে হবে যে, তারা ইচ্ছেমতো ইরানের বিরুদ্ধে নানা অজুহাতে নিষেধাজ্ঞা আরোপ করবে না।#

পার্সটুডে/এসআইবি/২০

ট্যাগ