ফেব্রুয়ারি ২২, ২০২২ ১৬:৫৩ Asia/Dhaka
  • মরুভূমির অপরূপ সৌন্দর্য
    মরুভূমির অপরূপ সৌন্দর্য

ইরানের খুজেস্তান প্রদেশের আবু গাভির মরুভূমির অপরূপ সৌন্দর্য।

খুজেস্তানের আবু গাভির মরুভূমি এলাকা। আবু গাভির মরুভূমি ইরানের খুজেস্তান এবং ইরাকের প্রাদেশিক সীমান্তের কাছে ইলাম প্রদেশের দক্ষিণ অংশে অবস্থিত। এ মরুভূমিতে সাপ, বিচ্ছুসহ এই অঞ্চলের বহুপ্রাণী বসবাস করে।#

পার্সটুডে/মো.আবুসাঈদ/২২

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন  

ট্যাগ