মে ২৭, ২০২৪ ১৮:০৭ Asia/Dhaka
  • তেহরানে 'লিটল প্রিন্স' : পার্সটুডে নির্বাচিত ইরানি ফটোগ্রাফারদের ছবি

পার্সটুডে-মহন হায়দারি পরিচালিত এবং "এলিনা খালিলি" ও "এলি হায়দারি" প্রযোজিত মিউজিক্যাল শো ’লিটল প্রিন্স' তেহরানের ওয়াহদাত হলে মঞ্চস্থ হয়েছে। এই মঞ্চ নাটকটি বিখ্যাত ফরাসি লেখক অঁতোয়ান দ্য স্যাঁৎ-এগজ্যুপেরি'র লেখা দ্য লিটল প্রিন্স নামক গল্প অবলম্বনে মঞ্চায়ন করা হয়েছে। এটি ছিল একটি মিউজিক্যাল থিয়েটার। সুতরাং অনেক যন্ত্রসঙ্গীতশিল্পী এবং কণ্ঠশিল্পীর সমন্বয়ে মঞ্চায়িত হয়েছে নাটকটি।

’লিটল প্রিন্স' মিউজিক্যাল শো-তে অন্তত ৫০ জন যুব ও তরুণ অভিনেতা, শিল্পী এবং যন্ত্রশিল্পী অংশ নিয়েছে। গল্পের সার-সংক্ষেপ হলো: ছোট্ট রাজপুত্র বন্ধু খুঁজতে নিজ গ্রহ থেকে গ্রহান্তরে যায়। ঘুরতে ঘুরতে অবশেষে পৃথিবী নামক গ্রহে পৌঁছায়। পৃথিবীতে পৌঁছার পর একটি শেয়ালের সাথে তার দেখা হয় যে কিনা গৃহে পালিত হতে চায়

নীচে ইরানের সংবাদ সংস্থাগুলোর ফটোগ্রাফারদের তোলা ছবি থেকে পার্সটুডে নির্বাচিত কিছু দেওয়া হলো।

বর্তমান ইরানের থিয়েটার বেশ প্রগতিশীল
ইরানে থিয়েটার বা নাটকের দীর্ঘ ইতিহাস রয়েছে। ইরানে থিয়েটারের পটভূমি প্রাচীনকাল পর্যন্ত বিস্তৃত
উনিশ শতকের মাঝামাঝি থেকে ইরানে পাশ্চাত্য নাটকের প্রযোজনা শক্তিশালী হয়েছে
নাসের উদ্দিন শাহের ইউরোপ ভ্রমণের পর তেহরানে একটি থিয়েটার মঞ্চ প্রতিষ্ঠিত হয়
ইরানের পেশাদার থিয়েটার আন্দোলন রাজধানী তেহরানে বিশেষভাবে সক্রিয়
বিশেষজ্ঞদের মতে তেহরান থিয়েটারের অবস্থা আমেরিকার থিয়েটারের চেয়েও অনেক বেশি জীবন্ত
তেহরানের কিছু থিয়েটারে প্রতি রাতে ৬টি শো মঞ্চস্থ হয় এবং তরুণদের উপস্থিতিতে পুরো হল ভর্তি হয়ে যায়।
গত বছরের পরিসংখ্যান অনুযায়ী সারা দেশে ৫ হাজার ৪শ ২১টি নাটক মঞ্চস্থ হয়েছিল।

পার্সটুডে/নাসির মাহমুদ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ