খাতিবজাদের তথ্য
সামান্য কিছু ইরানি ইউক্রেনে রয়েছেন তবে নিরাপদে আছেন
-
সাঈদ খাতিবজাদে
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, অল্প কিছু সংখ্যক ইরানি নাগরিক ইউক্রেনে আটকা পড়েছেন তবে তারা নিরাপদ আশ্রয়ে রয়েছেন।
গতকাল (শনিবার) রাতে খাতিবজাদে টেলিভিশনে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে এই তথ্য জানান। এসময় তিনি ইউক্রেনে থাকায় ইরানি নাগরিকদের অবস্থা তুলে ধরেন। তিনি বলেন, নিশ্চয়ই তাদের নিয়ে উদ্বেগ রয়েছে এবং তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

ইউক্রেনের সামরিক পরিস্থিতি এবং সরকার কারফিউ জারি করার কারণে এসমস্ত ইরানি নাগরিককে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয় নি। সাঈদ খাতিবজাদে বলেন, “ইউক্রেনে জরুরি পরিস্থিতি বিরাজ করছে। প্রথম থেকে বর্তমান অবস্থা পর্যন্ত আমরা শিক্ষার্থী এবং অন্য নাগরিকদের উচ্চ ঝুঁকিপূর্ণ শহরগুলো থেকে দূরে রেখেছি। এ পর্যন্ত ২০০ ইরানি শিক্ষার্থীকে ট্রেনে করে ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় সীমান্তে নেয়া হয়েছে। সোমবার সকাল পর্যন্ত কারফিউ চলবে এবং তারপর ইরানি নাগরিকদের দেশে ফেরার ব্যবস্থা করা হবে।”#
পার্সটুডে/এসআইবি/২৪