ভিয়েনায় সম্ভাব্য চুক্তি স্বাক্ষরের আগে ইরান সফর করলেন আইএইএ প্রধান
রাফায়েল গ্রোসির তেহরান সফরে যে সমঝোতায় পৌঁছাল দু’পক্ষ
-
শনিবার সকালে তেহরানে মোহাম্মাদ ইসলামির সঙ্গে বৈঠক করেন রাফায়েল গ্রোসি
জাতিসংঘের পরমাণু তদারকি বিষয়ক সংস্থা- আইএইএ এবং ইরানের আণবিক শক্তি সংস্থা নিজেদের মধ্যে আলোচনা ও সহযোগিতায় আরো গতি আনতে সম্মত হয়েছে। গতকাল (শনিবার) আইএইএ’র মহাসচিব রাফায়েল গ্রোসির একদিনের তেহরান সফরে দু’পক্ষের মধ্যে এ সমঝোতা হয়। ২০২১ সালের দ্বিতীয়ার্ধে প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির নেতৃত্বাধীন সরকার ক্ষমতা গ্রহণ করার পর এই নিয়ে তৃতীয়বার ইরান সফর করলেন গ্রোসি।
তিনি এমন সময় তেহরান সফর করলেন যখন ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের লক্ষ্যে ভিয়েনায় পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের অষ্টম দফা আলোচনা চলছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, ভিয়েনায় একটি চুক্তির কাছাকাছি রয়েছে উভয় পক্ষ। তবে ওই চুক্তির জন্য ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির ব্যাপারে আইএইএ’র সবুজ সংকেত প্রয়োজন।

রাফায়েল গ্রোসি শনিবার তেহরানে ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামির সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে দু’পক্ষ নিজেদের মধ্যে সহযোগিতার কার্যসূচি ঘোষণা করে একটি যৌথ বিবৃতি প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়, আগামী ২০ মার্চের মধ্যে ইরান আইএইএ’র কিছু প্রশ্নের লিখিত উত্তর দেবে। ইরানের তিনটি স্থান সম্পর্কে এসব প্রশ্ন করেছে আইএইএ এবং এতদিন ওই তিন স্থান সম্পর্কে তেহরান আইএইএ’কে কিছু জানায়নি।
যৌথ বিবৃতিতে আরো বলা হয়, ইরানের জবাব হাতে পাওয়ার পর আইএইএ তা পর্যালোচনা করার এবং নতুন কোনো প্রশ্ন থাকলে তা উত্থাপন করার জন্য দু’সপ্তাহ সময় পাবে।তারপর ওই তিন স্থানের প্রতিটি স্থান সম্পর্কে ইরান ও আইএইএ পৃথক পৃথক বৈঠকে বসবে। আইএইএ’র মহাপরিচালক এসব কাজ সম্পন্ন করে আগামী জুন মাসের মধ্যে এর ফলাফল সংস্থাটির নির্বাহী বোর্ডকে জানাবেন।#
পার্সটুডে/এমএমআই/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।