ইরানের মাখমাল পর্বতের অনিন্দ্যসুন্দর প্রকৃতি
(last modified Thu, 10 Mar 2022 14:45:59 GMT )
মার্চ ১০, ২০২২ ২০:৪৫ Asia/Dhaka

মাখমাল কূহ ইরানের লোরেস্তান প্রদেশের খুররামাবাদ এলাকায় অবস্থিত। খুররামাবাদের লোকজন সপ্তাহান্তের অবসরে এই পর্বতের পাদদেশে বেড়াতে যায়। এই পাহাড়ের আরেকটি নাম আছে-তাঙ্গে শাবিখুন বা শাবিখুন প্রণালি।

খুররামাবাদ শহরের উত্তর-পূর্ব অংশে অবস্থিত এই পাহাড়টি বেশ উঁচু। মাখমাল কূহ পাহাড়ের শিলাগুলো শৈবালে ভর্তি। বৃষ্টির মওসুম যখন শুরু হয় তখন রোদে পোড়া পাহাড়ের কালো রঙের শৈবালগুলো সবুজ হয়ে ওঠে। পাহাড়ের নামেই পরিচিত চমৎকার এই ঝরনার অস্তিত্বের কারণে খুররামাবাদের মাঝে এই এলাকার জনপ্রিয়তা বহুগুণ বাড়িয়ে দিয়েছে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ