‘ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপ বন্ধ হয়ে যায়নি’
(last modified Tue, 15 Mar 2022 01:15:29 GMT )
মার্চ ১৫, ২০২২ ০৭:১৫ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান।
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান।

ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপ বন্ধ হয়ে যায়নি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি বলেছেন, ওই সংলাপের অবশিষ্ট অমীমাংসিত বিষয়গুলোর সমাধান আমেরিকার সদিচ্ছার ওপর নির্ভর করছে।

আব্দুল্লাহিয়ান সোমবার সন্ধ্যায় ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল-বুসাঈদির সঙ্গে এক টেলিফোলাপে একথা জানান। তিনি বলেন, ভিয়েনা সংলাপ বন্ধ হয়ে যায়নি বরং ইউরোপীয় ইউয়িনের সঙ্গে সমন্বয় করে সাময়িক বিরতি দেয়া হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, একটি ভালো, শক্তিশালী ও টেকসই চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে ইরানের প্রধান আলোচক আন্তরিকতার সঙ্গে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, পরমাণু সমঝোতাকে আবার কার্যকর করার প্রচেষ্টায় ইরানের আন্তরিকতা কোনো অভাব নেই।

টেলিফোনালাপে ওমানের পররাষ্ট্রমন্ত্রী দু’দেশের শক্তিশালী সম্পর্কের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইস্যুতে ইরানের নীতি-অবস্থানের প্রশংসা করেন। ভিয়েনায় শিগগিরই একটি চূড়ান্ত চুক্তি স্বাক্ষর করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপের অষ্টম দফা আলোচনায় এ পর্যন্ত কয়েকবার বিরতি দেয়া হয়েছে। গত শুক্রবার এই আলোচনা স্থগিত হয়ে যাওয়ার ঘোষণা দেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল।#

পার্সটুডে/এমএমআই/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ