ফোর্দো পরমাণু স্থাপনায় ইসরাইলি সাবোটেজ নস্যাৎ, ষড়যন্ত্রকারীরা আটক
https://parstoday.ir/bn/news/iran-i105228-ফোর্দো_পরমাণু_স্থাপনায়_ইসরাইলি_সাবোটেজ_নস্যাৎ_ষড়যন্ত্রকারীরা_আটক
ইসলামি প্রজাতন্ত্র ইরানের ফোর্দো পরমাণু স্থাপনায় অন্তর্ঘাতমূলক তৎপরতার পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। একইসঙ্গে অন্তর্ঘাতমূলক তৎপরতার পরিকল্পনায় জড়িত ষড়যন্ত্রকারীদের আটক করা হয়েছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
মার্চ ১৫, ২০২২ ১৩:৩৭ Asia/Dhaka
  • ফোর্দো পরমাণু স্থাপনার প্রবেশদ্বার
    ফোর্দো পরমাণু স্থাপনার প্রবেশদ্বার

ইসলামি প্রজাতন্ত্র ইরানের ফোর্দো পরমাণু স্থাপনায় অন্তর্ঘাতমূলক তৎপরতার পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। একইসঙ্গে অন্তর্ঘাতমূলক তৎপরতার পরিকল্পনায় জড়িত ষড়যন্ত্রকারীদের আটক করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ইহুদিবাদী ইসরাইলের কাছ থেকে অর্থের বিনিময়ে ফোর্দো পরমাণু স্থাপনায় অন্তর্ঘাতমূলক তৎপরতা চালানোর ষড়যন্ত্রে কয়েক ব্যক্তি জড়িত ছিল। এই চক্র পরমাণু স্থাপনায় আইআর-৬ উন্নত সেন্ট্রিফিউজ নিয়ে কাজ করা আরেক ব্যক্তির সঙ্গে যোগাযোগের চেষ্টা চালায়।

এই গুপ্তচরকে ইহুদিবাদী ইসরাইল নগদ অর্থ এবং ক্রিপ্টোকারেন্সি দিয়ে এ ষড়যন্ত্রচক্রে যুক্ত করে। হংকংভিত্তিক একটি কোম্পানিকে এক্ষেত্রে মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহার করা হয় এবং এই কোম্পানির হয়ে যে ব্যক্তি সমগ্র প্রক্রিয়াটি এগিয়ে নেয়ার চেষ্টা করেছে সে ছিল প্রকৃতপক্ষে একজন ইসরাইলি গোয়েন্দা কর্মকর্তা।

ফোর্দো পরমাণু স্থাপনার কর্মীর সঙ্গে যোগাযোগের পর সমস্ত লেনদেন হয়েছে নগদ অর্থ এবং ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে যাতে কোনো প্রমাণ না থাকে।

অর্থ লেনদেনের পর ইসরাইলি গুপ্তচর পরমাণু স্থাপনার কর্মীর সঙ্গে এজেন্টের মাধ্যমে এমন একটি সফটওয়্যার হাতিয়ে নেয়ার চেষ্টা করে যা ফোর্দো পরমাণু স্থাপনার ওই কর্মী সাধারণত ব্যবহার করে থাকে।

ইসরাইলি গুপ্তচরের আসল পরিচয় পাওয়ার পরও পরমাণু স্থাপনার ওই কর্মী তার সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখে কিন্তু পুরো বিষয়টির ওপর আইআরজিসি'র গোয়েন্দা শাখার নজরদারি ছিল।

ইরনা বলছে, আইআরজিসি'র কাউন্টার ইন্টেলিজেন্স কমান্ডের সহযোগিতায় আইআরজিসি'র নিউক্লিয়ার কমান্ড এই মারাত্মক অন্তর্ঘাতমূলক তৎপরতা নস্যাৎ করতে সক্ষম হয়েছে। আগামী ২০ মার্চের মধ্যে এই অন্তর্ঘাতমূলক তৎপরতা চূড়ান্তভাবে বাস্তবায়নের পরিকল্পনা ছিল।

ইরানের পরমাণু কর্মসূচি এক দশকেরও বেশি সময় থেকে বারবার এ ধরনের অন্তর্ঘাতমূলক তৎপরতার শিকার হয়েছে। এর অংশ হিসেবে ইরানের বহুসংখ্যক পরমাণু বিজ্ঞানীকে হত্যা করা হয়।#

পার্সটুডে/এসআইবি/১৫