কারাবাস শেষে মুক্তি পেল ব্রিটিশ গুপ্তচর; ইরানের পাওনা পরিশোধের খবর
(last modified Wed, 16 Mar 2022 12:17:27 GMT )
মার্চ ১৬, ২০২২ ১৮:১৭ Asia/Dhaka
  • নাজনিন জাগরি
    নাজনিন জাগরি

কারাবাসের মেয়াদ শেষে মুক্তিপ্রাপ্ত নাজনিন জাগরিকে ব্রিটিশ সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে। ব্রিটিশ সরকারের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানি বংশোদ্ভূত এই ব্রিটিশ নাগরিক ৫ বছর জেল খেটেছেন।

২০১৬ সালের ৩ এপ্রিল তিনি গ্রেপ্তার হন। নাজানিন থম্পসন রয়টার্স ফাউন্ডেশনের একটি প্রকল্পের পরিচালক হিসেবে ইরানে তৎপর ছিলেন। তিনি গণমাধ্যম নিয়ে কাজের আড়ালে ইরানের ইসলামি সরকার ব্যবস্থা উৎখাতের ষড়যন্ত্রে জড়িত ছিলেন বলে আদালতে প্রমাণিত হয়েছে।

ইরানের বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, নাজনিন জাগরির সাজার মেয়াদ শেষ হওয়ার পর তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন। তাকে ব্রিটেনের কাছে হস্তান্তরের বিনিময়ে লন্ডন ইরানের পাওনা ৫৩ কোটি ডলার ছেড়ে দিয়েছে এবং ব্রিটেনে আটক একজন ইরানিকে মুক্তি দিয়েছে।

বার্তা সংস্থাটি আরও বলেছে, নাজনিন জাগরিকে মুক্তি দেওয়ার আগেই জব্দকৃত অর্থ ইরানের অ্যাকাউন্টে জমা হয়েছে।

ইরান ১৯৭৪ ও ১৯৭৬ সালে ব্রিটেনের কাছ থেকে ২৫০টি সাঁজোয়া যান ও দেড় হাজার চিফটেন ট্যাংক কেনার জন্য লন্ডনকে ৫২ কোটি ২০ ডলার পরিশোধ করেছিল। কিন্তু ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের পর নিষেধাজ্ঞার অজুহাত দেখিয়ে ওই সমরাস্ত্র বিক্রির প্রকল্প স্থগিত করে দেয় ব্রিটিশ সরকার। এরপর থেকে ঐ অর্থ পরিশোধে গড়িমসি করে আসছিল লন্ডন।#

পার্সটুডে/এসএ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ