‘ভিয়েনা চুক্তির কারণে সোলাইমানি ইস্যুতে পিছু হটবে না ইরান’
(last modified Sun, 20 Mar 2022 02:55:24 GMT )
মার্চ ২০, ২০২২ ০৮:৫৫ Asia/Dhaka
  • জেনারেল সোলাইমানি ও আবু মাহদি আল-মুহান্দিস (ফাইল ছবি)
    জেনারেল সোলাইমানি ও আবু মাহদি আল-মুহান্দিস (ফাইল ছবি)

ইরানের মানবাধিকার অধিদপ্তরের সচিব কাজেম গরিবাবাদি বলেছেন, সম্ভাব্য ভিয়েনা চুক্তির কারণে লে. জেনারেল কাসেম সোলাইমানি হত্যার আইনি প্রক্রিয়া থেকে তার দেশ সরে যাবে না। তিনি আইআরআইবিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, সোলাইমানি হত্যাকাণ্ডের সুবিচার পাওয়ার আশায় ইরান যে আইনি প্রক্রিয়া শুরু করেছে ভিয়েনা চুক্তির কারণে তা স্থগিত করার অধিকার কারো নেই।

২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদ বিমানবন্দরের কাছে সন্ত্রাসী মার্কিন সেনাদের ড্রোন হামলায় ইরানের কুদস ফোর্সের তৎকালীন কমান্ডার জেনারেল সোলাইমানি ও ইরাকের হাশদ আশ-শাবি বাহিনীর তৎকালীন কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিস শহীদ হন।

ইরানের মানবাধিকার অধিদপ্তরের সচিব কাজেম গরিবাবাদি

গরিবাবাদি বলেন, ওই হত্যাকাণ্ডের ব্যাপারে ইরাক ও ইরানের সমন্বয়ে গঠিত যৌথ আন্তর্জাতিক তদন্ত কমিটি বিস্তারিত তদন্ত শেষে প্রায় ১০০০ পৃষ্ঠার প্রতিবেদন তৈরি করেছে। বিষয়টি নিয়ে এরপর আন্তর্জাতিক আদালত ও আন্তর্জাতিক মানবাধিকার পরিষদসহ বিভিন্ন বিশ্ব সংস্থার দ্বারস্থ হবে ইরান। ইরানের মানবাধিকার অধিদপ্তরের সচিব বলেন, কোনো অজুহাতেই এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার সুযোগ নেই।

সৌদি আরবে একদিনে ৮১ জনের গণ মৃতুদণ্ড কার্যকর করার ঘটনাকে মানবাধিকারের লঙ্ঘন আখ্যায়িত করে গরিবাবাদি বলেন, এসব মানুষের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ আনা হলেও এদের প্রায় অর্ধেককেই বিশ্বাস ও মতাদর্শের কারণে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।#

পার্সটুডে/এমএমআই/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ