আমরা সকল দেশের প্রতি বন্ধুত্বের হাত প্রসারিত করছি: প্রেসিডেন্ট রায়িসি
https://parstoday.ir/bn/news/iran-i105468-আমরা_সকল_দেশের_প্রতি_বন্ধুত্বের_হাত_প্রসারিত_করছি_প্রেসিডেন্ট_রায়িসি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট বলেছেন: আমরা সকল দেশের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ২০, ২০২২ ২০:১৬ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট রায়িসি
    প্রেসিডেন্ট রায়িসি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট বলেছেন: আমরা সকল দেশের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছি।

ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে: ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি নওরোজ উপলক্ষে আজ তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমাম আলী রাহমানকে লেখা একটি বার্তায় এ কথা বলেন। তিনি আশা প্রকাশ করে বলেন: নতুন শতাব্দীতে মানবিক মূল্যবোধের গতি আরও ত্বরান্বিত হবে।

নওরোজকে মূল্যবোধভিত্তিক সভ্যতার প্রতীক হিসেবে উল্লেখ করে রায়িসি বলেন: ইসলামী প্রজাতন্ত্র ইরান সাংস্কৃতিক সংহতির বিস্তার ও শক্তিকে আঞ্চলিক ও বিশ্বের সকল দেশের জন্য প্রশান্তির সুসংবাদ হিসেবে বিবেচনা করে। ইরান এই লক্ষ্যে সকল দেশের প্রতি বন্ধুত্বের হাত প্রসারিত করছে।

আগামিকাল থেকে ফার্সি নতুন বছর ১৪০১ সাল শুরু হতে যাচ্ছে। ইরানে নয়া বছরের সূচনাকে 'নওরোজ'' নামে পালন করা হয়।

পার্সটুডে/এনএম/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।