সন্ত্রাসী গোষ্ঠী আইএস হচ্ছে ইসরাইলের গুরুত্বপূর্ণ মিত্র: ইরান
জেনেভায় জাতিসংঘ দপ্তরে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি ইসমাইল বাকায়ি হামানা বলেছেন, অন্য দেশগুলোতে অস্থিতিশীলতা সৃষ্টির ওপর দখলদার ইসরাইলের অস্তিত্ব নির্ভর করছে। এ কারণেই তারা সব সময় অন্যত্র অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র বিরুদ্ধে ইসরাইলের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
ইরাকের ইরবিলে ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের ঘাঁটিতে আইআরজিসি'র ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরাইল ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, আইআরজিসি এই অঞ্চলকে অস্থিতিশীল করে তুলছে। এর প্রতিক্রিয়ায় ইরানের প্রতিনিধি আরও বলেছেন, বর্ণবাদী ইসরাইল পাশ্চাত্যের সঙ্গে মুসলিম বিশ্বের উত্তেজনা জিইয়ে রাখাকে নিজেদের অস্তিত্বের মূল মন্ত্র হিসেবে মনে করে।
ইসমাইল বাকায়ি হামানা আরও বলেন, সন্ত্রাসী গোষ্ঠী আইএস বা দায়েশকে ইসরাইল নিজেদের গুরুত্বপূর্ণ শরিক বলে মনে করে। কারণ মুসলিম বিশ্বকে অস্থিতিশীল ও অনিরাপদ করার জন্য তারা আইএসকে ব্যবহার করে আসছে।
তিনি বলেন, সহিংসতাকামী ইসরাইল সহিংসতার শেকড় উপড়ে ফেলার ক্ষেত্রে অগ্রগামী শক্তি আইআরজিসি'র ওপর ক্ষুব্ধ হবে এটাই স্বাভাবিক।#
পার্সটুডে/এসএ/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।