বিজাতীয়দের বিশ্বাস করি না: ইরানের প্রেসিডেন্ট
(last modified Thu, 31 Mar 2022 13:53:13 GMT )
মার্চ ৩১, ২০২২ ১৯:৫৩ Asia/Dhaka
  • রায়িসি
    রায়িসি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, বিজাতীয়দের প্রতি কখনোই বিশ্বাস ও আস্থা রাখা যায় না। তারা কখনোই কারো সমস্যার সমাধান করেনি, আমাদের সমস্যাও তারা সমাধান করবে না।

আজ (বৃহস্পতিবার) খোরাসানে রাজাভি প্রদেশে আলেমদের এক সমাবেশে তিনি এ কথা বলেন।

ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, দেশের সমস্যা সমাধানের জন্য বিজাতীয়দের ওপর আমরা ভরসা করি না। জীবনযাত্রা ও অর্থনীতিকে আমরা পরমাণু সমঝোতা বা আলোচনার ওপর নির্ভরশীল করে রাখি নি।

ইরানের বর্তমান সরকার নিজস্ব শক্তি ও সামর্থ্য ব্যবহার করে সমস্যা সমাধানের পক্ষে বলে তিনি জানান।

রায়িসি বলেন, গত বছর তেল বহির্ভূত বাণিজ্যের পরিমাণ ১০ হাজার কোটি ডলারে পৌঁছেছে। এর পেছনে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্যের একটা বড় ভূমিকা রয়েছে।

ইরানের প্রেসিডেন্ট বলেন, তার নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর থেকেই প্রতিবেশী মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা জোরদারকে পররাষ্ট্র নীতিতে ব্যাপক গুরুত্ব দেওয়া হচ্ছে।#   

পার্সটুডে/এসএ/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ