আলী লারিজানি ইরানের দশম সংসদের স্পিকার নির্বাচিত
-
ড. আলী লারিজানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের নবনির্বাচিত সংসদ, মজলিশে শুরার স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন ড. আলী লারিজানি। গতকাল ইরানের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের মধ্যদিয়ে দেশটির দশম সংসদের কার্যক্রম শুরু হয়।
স্পিকার নির্বাচনে আলী লারিজানির পক্ষে ১৭৩ ভোট পড়েছে। তার প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ রেজা আরেফ ১০৩টি ভোট পেয়েছেন। অবশ্য এর আগের সংসদেও স্পিকারের দায়িত্ব পালন করেছেন লারিজানি।
২৯০ আসনের মজলিশে শুরার শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিয়েছেন ২৬৫ জন সংসদ সদস্য। নির্বাচন বাতিল হয়ে যাওয়ায় দু’টি আসন এবং গাড়ি দুর্ঘটনায় নিহত এক এমপি হওয়ায় তৃতীয় আসন শূন্য রয়েছে। এ বারের মজলিশে শুরায় সরাসরি ভোটে নির্বাচিত হয়েছেন ১৮ জন নারী । এর আগে মজলিশ শুরায় এতো বিপুল সংখ্যক নারী আর নির্বাচিত হয় নি।
সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর বাণী পাঠ এবং প্রেসিডেন্ট ড. হাসান রুহানির ভাষণের মধ্যদিয়ে গতকাল নতুন সংসদের অধিবেশন শুরু হয়। এ ছাড়া, স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুর রেজা রাহমানি ফাজলিও বক্তব্য রাখেন। এরপরই নবনির্বাচিত সংসদ সদস্যরা আল্লাহর নামে শপথ নেন। মজলিশে শুরার সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরা তাদের নিজ নিজ ঐশী গ্রন্থ অনুযায়ী শপথ বাক্য পাঠ করেছেন।#
পার্সটুডে/মূসা রেজা/২৯