আল-আকসা মসজিদে ইসরাইলি হামলায় যে প্রতিক্রিয়া দেখাল ইরান
(last modified Fri, 15 Apr 2022 13:46:59 GMT )
এপ্রিল ১৫, ২০২২ ১৯:৪৬ Asia/Dhaka
  • আল-আকসা মসজিদে ইসরাইলি হামলায় যে প্রতিক্রিয়া দেখাল ইরান

পবিত্র আল-আকসা মসজিদে রোজাদার মুসল্লিদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে পবিত্র স্থানগুলোতে হামলা অব্যাহত রাখার বিষয়ে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, 'মজলুম ফিলিস্তিনিদের ওপর দখলদার ইসরাইলের বর্বর হামলা তাদের দুর্বলতার পরিচায়ক। তারা নিজেদের দুর্বলতা ঢাকতে কিছু নিরস্ত্র মুসল্লির বিরুদ্ধে শক্তি প্রদর্শন করছে।'

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, ইহুদিবাদীদের চলমান অপরাধযজ্ঞ স্পষ্টভাবেই আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের লঙ্ঘন। সম্পর্ক স্বাভাবিক করার মাধ্যমে রক্তপিপাসু ও সংকট সৃষ্টিকারী ইসরাইলের আচরণকে যে স্বাভাবিক করা সম্ভব নয় তা এখন আরও বেশি স্পষ্ট। সবাই এখন এটা বুঝতে পারছে যে, ফিলিস্তিনিদের স্বাধীনতা ও মুক্তির আদর্শ থেকে কোনো কোনো মুসলিম দেশের নেতারা মুখ ফিরিয়ে নেয়ায় ফিলিস্তিনিদের ওপর বর্বরতা আরও বেড়েছে।

যারা ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে তারা অপরাধ করেছে বলে মন্তব্য করেন খাতিবজাদে। তিনি ফিলিস্তিনি জনগণ এবং আল-আকসা মসজিদসহ পবিত্র স্থানগুলো রক্ষায় এগিয়ে আসতে সব আন্তর্জাতিক সংস্থা ও দেশের প্রতি আহ্বান জানান।

আজ শুক্রবার ফজরের নামাজের সময় আল-আকসা মসজিদে হানা দেয় দখলদার ইসরাইলি সেনারা। এ সময় ফিলিস্তিনি মুসল্লিরা তাদেরকে বাধা দেন। এতে সংঘর্ষ শুরু হয়। এতে দেড় শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন। এছাড়া অন্তত চারশ' ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইলি বাহিনী।#

পার্সটুডে/এসএ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ