সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে জানালেন হোসইন আমির-আব্দুল্লাহিয়ান
‘ভিয়েনায় একটি ভালো ও টেকসই চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে’
-
ইরান ও সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা (ফাইল ছবি)
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান টেলিফোনে তার সিরীয় সমকক্ষ ফয়সাল মিকদাদের সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে কথা বলেছেন। গতকাল (বৃহস্পতিবার) এক টেলিফোনালাপে দুই পররাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও আলাপ-আলোচনা করেন।
এ সময় দু’দেশের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্ক ও সহযোগিতায় সন্তোষ প্রকাশ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দু’দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরো বেশি শক্তিশালী করার লক্ষ্যে দ্বিপক্ষীয় যৌথ অর্থনৈতিক কমিশনগুলোর বৈঠক নিয়মিত করতে হবে।
মসজিদুল আকসায় ইহুদিবাদী ইসরাইলি সেনাদের সাম্প্রতিক ধারাবাহিক হামলার তীব্র নিন্দা জানিয়ে আব্দুল্লাহিয়ান বলেন, প্রতিদিনই ইহুদিবাদীরা মুসলমানদের প্রথম ক্বেবলার অবমাননা করে যাচ্ছে অথচ সুনির্দিষ্ট কিছু আরব দেশ তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্থাপনে প্রতিযোগিতায় লিপ্ত। তিনি আসন্ন কুদস দিবসের শোভাযাত্রায় ব্যাপকভাবে অংশগ্রহণ করার জন্য মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানান।

টেলিফোনালাপে ভিয়েনায় পাশ্চাত্যের সঙ্গে ইরানের পরমাণু আলোচনার প্রতি ইঙ্গিত করে আব্দুল্লাহিয়ান বলেন, ইউরোপীয় ইউনিয়নের মধ্যস্থতায় আমেরিকার সঙ্গে ইরানের বার্তা আদান-প্রদান হচ্ছে। তবে এখানে বলতে চাই, ইরান যেমন আমেরিকার অত্যধিক দাবির কাছে নতিস্বীকার করবে না তেমনি এদেশের ঘোষিত রেডলাইন থেকেও পিছু হটবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কূটনৈতিক চ্যানেলগুলো খুব ভালো কাজ করছে এবং একটি ভালো ও টেকসই চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা থেকে আমরা দূরে সরে যাইনি।
টেলিফোনালাপে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী তেহরানের সঙ্গে তার দেশের ঘনিষ্ঠ সম্পর্কে সন্তোষ প্রকাশ করে বলেন, সিরিয়া যথাশীঘ্র সম্ভব দ্বিপক্ষীয় যৌথ অর্থনৈতিক কমিশনগুলোর বৈঠকের আয়োজন করবে।#
পার্সটুডে/এমএমআই/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।