ইরান ও আমেরিকার মধ্যে দুটি দৃষ্টিভঙ্গির সংঘাত চলছে: মুখপাত্র
(last modified Mon, 25 Apr 2022 23:29:41 GMT )
এপ্রিল ২৬, ২০২২ ০৫:২৯ Asia/Dhaka
  • সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিং দিচ্ছেন সাঈদ খাতিবাজদে
    সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিং দিচ্ছেন সাঈদ খাতিবাজদে

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, দীর্ঘ বিরতি ভিয়েনা সংলাপের জন্য কোনো ইতিবাচক ফল বয়ে আনবে না। এ বিষয়ে ইরান ও ইউরোপীয় ইউনিয়ন অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে বলেও তিনি জানিয়েছেন।

খাতিবজাদে সোমবার তেহরানে সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন। তিনি বলেন, ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপ অচিরেই আবার শুরু করা প্রয়োজন এবং সে লক্ষ্যে চেষ্টা চলছে। ইরানের একটি পরমাণু স্থাপনার সেন্ট্রিফিউজ অন্যত্র স্থানান্তর সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ইরান এনপিটি চুক্তির সদস্য এবং দেশটি পরমাণু অস্ত্র বিস্তার রোধের বিষয়টি মেনে নিয়েছে। একটি পরমাণু স্থাপনায় নাশকতামূলক তৎপরতা চালানোর প্রেক্ষাপটে আইএইএ’কে জানিয়ে সেখানকার সেন্ট্রিফিউজগুলো নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এনপিটি চুক্তির ধারায়ই এ ধরনের অনুমতি দেয়া আছে বলে তিনি মন্তব্য করেন।

বাইডেনের সঙ্গে বেনেতের সাক্ষাৎ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ইহুদিবাদী ইসরাইলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেতের সাক্ষাতে ইরান প্রসঙ্গে আলোচনা সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে খাতিবজাদে বলেন, বাইডেন প্রশাসন ক্ষমতায় এসেই কূটনৈতিক প্রচেষ্টার সবগুলো পথ বন্ধ করে দেয়ার চেষ্টা করেছে। আর এখান থেকে বোঝা যায়, ভিয়েনা সংলাপের মাধ্যমে ইরানের পরমাণু সমঝোতায় ফেরার দাবি করলেও বাইডেন প্রশাসন কতটা দ্বৈত নীতি অনুসরণ করছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইরান ও আমেরিকার মধ্যে বর্তমানে দুটি দৃষ্টিভঙ্গির সংঘাত চলছে। এর একটি দৃষ্টিভঙ্গিতে রয়েছে সকল আন্তর্জাতিক আইন উপেক্ষা করে বিশ্বব্যাপী যেকোনো মূল্যে নিজের আধিপত্য বিস্তারের প্রচেষ্টা। অন্য দৃষ্টিভঙ্গি মনে করে, একবার অনেকগুলো দেশ মিলে যে চুক্তি স্বাক্ষর করেছে তার প্রতি সম্মান জানানো উচিত। তিনি বলেন, আমেরিকার অভ্যন্তরীণ সমস্যার প্রভাব ভিয়েনা আলোচনায় পড়তে দেয়া উচিত হবে না।#

পার্সটুডে/এমএমআই/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।