হুজ্জাতুল ইসলাম সিদ্দিকির ইমামতিতে ঈদের নামাজ অনুষ্ঠিত
https://parstoday.ir/bn/news/iran-i107442-হুজ্জাতুল_ইসলাম_সিদ্দিকির_ইমামতিতে_ঈদের_নামাজ_অনুষ্ঠিত
বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মতো আজ (মঙ্গলবার) ইসলামি প্রজাতন্ত্র ইরানেও পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। রাজধানী তেহরানসহ সারাদেশে বড় বড় ঈদগাহ ময়দানসহ বিভিন্ন খোলা প্রান্তরে সমবেত হয়ে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ০৩, ২০২২ ০৯:২৫ Asia/Dhaka
  • তেহরানের ঈদের নামাজে অংশগ্রহণকারী নারীদের একাংশ
    তেহরানের ঈদের নামাজে অংশগ্রহণকারী নারীদের একাংশ

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মতো আজ (মঙ্গলবার) ইসলামি প্রজাতন্ত্র ইরানেও পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। রাজধানী তেহরানসহ সারাদেশে বড় বড় ঈদগাহ ময়দানসহ বিভিন্ন খোলা প্রান্তরে সমবেত হয়ে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করছেন।

তেহরানের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে তেহরান বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ইরান সময় সকাল ৮টায়। এতে ইমামতি করেন তেহরানের জুমার নামাজের অস্থায়ী খতিব হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি।

 

তেহরানের জুমার নামাজের ইমামতি করেন হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি

এর পাশাপাশি তেহরানের বিভিন্ন পাড়ায়-মহল্লায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। তেহরানের বড় বড় পার্কে ঈদের জামাত হয়েছে। এসব নামাজের খুতবায় ইমামগণ ইরানসহ মুসলিম উম্মাহর সুখ-সমৃদ্ধি কামনা করে দোয়া করেছেন।#

পার্সটুডে/এমএমআই/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।