মে ০৩, ২০২২ ১৩:০১ Asia/Dhaka
  • হামিদ নূরি
    হামিদ নূরি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত মাত্তিয়াস লেন্টযকে তলব করেছে ইরান সরকার।

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে ইরানের বিচার বিভাগের সাবেক কর্মকর্তা হামিদ নূরিকে আটক এবং কারাদণ্ডের প্রতিবাদ জানিয়ে সুইডিশ রাষ্ট্রদূতকে তলব করা হয়। তাকে তলব করে এ ব্যাপারে ইরানের অবস্থান জানিয়ে দেয়া হয়েছে, পাশাপাশি ভিত্তিহীন অভিযোগ ইরানের সাবেক কর্মকর্তাকে সুইডিশ সরকার আটকে রেখেছে বলে প্রতিবাদ ও অভিযোগ করা হয়

গণমাধ্যমের সঙ্গে কথা বলেন হামিদ নূরির স্ত্রী

সুইডিশ রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিষয়ক ব্যবস্থাপনা পরিচালক বলেন, হামিদ নূরিকে সুইডেনের আদালত সম্পূর্ণ অবৈধভাবে জিজ্ঞাসাবাদ করেছে। মুনাফেকিন গোষ্ঠী মুজাহিদিনে খাল্কের প্রভাবে প্রভাবিত হয়ে সুইডেন সরকার এই উদ্যোগ নিয়েছে বলে ইরানের এ কর্মকর্তা অভিযোগ করেন। একই সঙ্গে সুইডেনের কারাগার থেকে দ্রুত ইরানের এই কর্মকর্তাকে মুক্তি দেয়ার আহ্বান জানান

গতকাল (সোমবার) হামিদ নূরির স্ত্রী জানিয়েছেন, তার স্বামী সুইডেনের আমন্ত্রণে ২০১৯ সালে দেশটির সফরে যান। বিমানবন্দরে পৌঁছাোনার সঙ্গে সঙ্গেই অত্যন্ত বর্বর ও অপমানজনকভাবে আটক করা হয় এবং উপস্থিত ইরানি জনগণের সামনে তাকে অপমান করতে করতে পুলিশ হেফাজতে নেয়া হয়। কিন্তু সুইডেন সরকার বিষয়টি পরিবারকে জানাতে ব্যর্থ হয়েছে এবং বিনা বিচারে তাকে দীর্ঘদিন ধরে নির্জন কারাকক্ষে রাখা হয়েছে। হামিদ নূরির স্ত্রী দাবি করেন- কোনো তথ্য প্রমাণ ও সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া তার স্বামীকে সুইডিশ সরকার আটকে রেখেছে#

পাসটুডে/এসআইবি/৩

ট্যাগ