হত্যাযজ্ঞের কারণ অস্পষ্ট
সুইডেনের স্কুলে বন্দুকধারীর গুলি; নিহত অন্তত ১০
-
স্কুলে গুলিবর্ষণের ঘটনার পর পুলিশের তৎপরতা
সুইডেনের মধ্যাঞ্চলীয় শহর ওরেব্রোর একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, গতকাল (মঙ্গলবার) রাজধানী স্টকহোমের ২০০ কিলোমিটার পশ্চিমে প্রাপ্তবয়স্কদের রিসবার্গস্কা মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে এই হামলার ঘটনা ঘটে।
পুলিশ বলছে, “স্কুল ক্যাম্পাসে গুলিবর্ষণের ঘটনায় নিহত ১০ জনের মধ্যে হামলাকারী বন্দুকধারীও রয়েছেন। তিনি একাই এ ঘটনা ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে এ গুলির ঘটনার উদ্দেশ্য স্পষ্ট নয়।”
হামলার শিকার শিক্ষাকেন্দ্রটি সাধারণ শিক্ষার্থীদের জন্য নয়। যারা সময় মতো প্রাথমিক বা মাধ্যমিক শিক্ষা শেষ করতে পারেননি, এমন বয়স্ক লোকজনই মূলত এই শিক্ষাকেন্দ্রে পড়াশোনা করেন। তবে ওই স্কুলের পাশে শিশুদের স্কুলও রয়েছে। প্রথমে পুলিশ এই ঘটনাকে হত্যাচেষ্টা, অগ্নিসংযোগ এবং অস্ত্র-সংক্রান্ত গুরুতর অপরাধ বলে মন্তব্য করেছিল এবং নিরাপত্তার খাতিরে আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের বাইরে বের হতে নিষেধ করে।
পরে পরিস্থিতি স্বাভাবিক হলে স্কুলগুলো খালি করা হয়। সুইডিশ প্রধানমন্ত্রী উল্ফ ক্রিস্টারসন দেশের জন্য এটি খুবই বেদনাদায়ক একটি দিন বলে মন্তব্য করেছেন।
সাম্প্রতিক বছরগুলোতে সুইডেন জুড়ে বেশ কয়েকটি স্কুলে হামলার ঘটনা ঘটেছে। ২০২২ সালের মার্চ মাসে দক্ষিণাঞ্চলীয় শহর মালমোর একটি মাধ্যমিক বিদ্যালয়ে ১৮ বছর বয়সী এক ছাত্র দুই শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা করে। এর দুই মাস আগে, ছোট শহর ক্রিস্টিয়ানস্টাডের একটি স্কুলে ছুরি দিয়ে এক ছাত্র এবং একজন শিক্ষককে আহত করার পর ১৬ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছিল।
এছাড়া, ২০১৫ সালের অক্টোবরে পশ্চিমাঞ্চলীয় শহর ট্রলহাটনের একটি স্কুলে তরবারিধারী এক আততায়ীর বর্ণবাদী আক্রমণে তিনজন নিহত হন। পরে ওই ব্যক্তি পুলিশের গুলিতে মারা যান।#
পার্সটুডে/এসআইবি/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।