তালেবান মাদক চাষ নিষিদ্ধ করার প্রতিশ্রুতি রক্ষা করেনি: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i107828-তালেবান_মাদক_চাষ_নিষিদ্ধ_করার_প্রতিশ্রুতি_রক্ষা_করেনি_ইরান
আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার দেশটিতে পপি [মাদকদ্রব্যের মৌলিক উপাদান] চাষ বন্ধ করার যে প্রতিশ্রুতি দিয়েছিল তা রক্ষা করেনি বলে জানিয়েছেন ইরানের একজন নিরাপত্তা কর্মকর্তা। ইরান পুলিশের মাদকবিরোধী ব্রিগেডের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ কারিমি এ তথ্য জানিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ১২, ২০২২ ০৬:১৩ Asia/Dhaka
  • আফগানিস্তানে পপি চাষ (ফাইল ছবি)
    আফগানিস্তানে পপি চাষ (ফাইল ছবি)

আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার দেশটিতে পপি [মাদকদ্রব্যের মৌলিক উপাদান] চাষ বন্ধ করার যে প্রতিশ্রুতি দিয়েছিল তা রক্ষা করেনি বলে জানিয়েছেন ইরানের একজন নিরাপত্তা কর্মকর্তা। ইরান পুলিশের মাদকবিরোধী ব্রিগেডের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ কারিমি এ তথ্য জানিয়েছেন।

আফগানিস্তানে উৎপাদিত মাদকদ্রব্যের একটা বড় অংশ ইরান ভূখণ্ডের উপর দিয়ে পাচার করে আন্তর্জাতিক চোরাকারবারিরা। বিগত বছরগুলোতে ইরানের পুলিশ গড়ে প্রতি বছর এক হাজার টনের বেশি মাদকদ্রব্য উদ্ধার ও ধ্বংস করেছে। বিশ্বে মাদকদ্রব্য উদ্ধারে অন্য কোনো দেশের এত বড় সাফল্য নেই।

ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ কারিমি

এছাড়া, মাদক উদ্ধার অভিযান চালাতে গিয়ে চোরাকারবারীদের সঙ্গে সংঘর্ষে ১২ হাজারের বেশি ইরানি নিরাপত্তা কর্মী হতাহত হয়েছেন। মাদকবিরোধী অভিযানে ইরানের এ সাফল্যের ভুঁয়সী প্রশংসা করেছে জাতিসংঘ।

ইরানে প্রতি বছর আফগানিস্তান থেকে আসা এক হাজার টনেরও বেশি মাদকদ্রব্য জব্দ করা হয়

জেনারেল কারিমি গতকাল (বুধবার) এ সম্পর্কে বলেন, তালেবান ক্ষমতায় আসার পর পপি চাষ ও আফিম উৎপাদন নিষিদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু দুঃখজনকভাবে এখন পর্যন্ত এক্ষেত্রে কোনো ইতিবাচক ফল লক্ষ্য করা যায়নি।ইরানসহ অন্যান্য প্রতিবেশী দেশে আফগানিস্তান থেকে মাদকদ্রব্যের প্রবেশ অব্যাহত রয়েছে।

ইরান পুলিশের মাদকবিরোধী ব্রিগেডের প্রধান আরো বলেন, তালেবান যদি মাদকদ্রব্য উৎপাদন ও চোরাচালান বন্ধে আন্তরিক হয় তাহলে মাদকবিরোধী অভিযানে ইরান তার অভিজ্ঞতা দিয়ে কাবুলকে সহযোগিতা করতে পারে।#

পার্সটুডে/এমএমআই/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।