জলদস্যুতার সঙ্গেও সাম্রাজ্যবাদী শক্তি জড়িত: ইরানের উপ-সেনাপ্রধান
(last modified Fri, 20 May 2022 11:18:04 GMT )
মে ২০, ২০২২ ১৭:১৮ Asia/Dhaka
  • হাবিবুল্লাহ সাইয়ারি
    হাবিবুল্লাহ সাইয়ারি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর সমন্বয় বিষয়ক প্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি বলেছেন, জলদস্যুতার সঙ্গেও সাম্রাজ্যবাদীরা জড়িত রয়েছে। তিনি মারকাজি প্রদেশের সাভে শহরে শহীদদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন।

সাইয়ারি আরও বলেন, ইরানের নৌবাহিনী আড়াই হাজার কিলোমিটার দূরে গিয়ে জলপথের নিরাপত্তা নিশ্চিত করছে। গত কয়েক দিনে নৌসেনারা জলদস্যুদের কয়েকটি অপচেষ্টা নস্যাৎ করে দিতে সক্ষম হয়েছে। ইরানি সেনাদের সঙ্গে সংঘর্ষের পর জলদস্যুরা পালিয়ে যেতে বাধ্য হচ্ছে। এর মধ্যদিয়ে ইরানি নৌবাহিনীর শক্তি ও দৃঢ়তার বিষয়টি আবারও সবার সামনে স্পষ্ট হয়েছে।

ইরানের এই সেনা কর্মকর্তা বলেন- এডেন উপসাগর, বাবুল মান্দাব প্রণালী ও লোহিত সাগর ইরানের পানিসীমা থেকে প্রায় আড়াই হাজার কিলোমিটার দূরে অবস্থিত। এটি জাহাজ চলাচলের অন্যতম জলপথ। এই পথ দিয়ে বিশ্বের এক-তৃতীয়াংশ বাণিজ্য সম্পন্ন হয়। ইরানের আমদানি-রপ্তানি বাণিজ্যও করতে হয় এই পথ দিয়ে। কিন্তু জলদস্যুরা এই পথকে অনিরাপদ করে তুলেছে। ইরানি নৌসেনারা সাহসিকতার সঙ্গে জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করছে।

গত এক দশকে ইরানের নৌবাহিনী সাগরে পাঁচ হাজারের বেশি জাহাজকে নিরাপত্তা দিয়েছে বলে জানান হাবিবুল্লাহ সাইয়ারি।#     

পার্সটুডে/এসএ/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।