নিষেধাজ্ঞা প্রত্যাহারের সঙ্গে ইরানের উন্নতিকে সম্পর্কযুক্ত করব না: রায়িসি
(last modified Wed, 25 May 2022 14:01:45 GMT )
মে ২৫, ২০২২ ২০:০১ Asia/Dhaka
  • বক্তব্য দিচ্ছেন প্রেসিডেন্ট রায়িসি
    বক্তব্য দিচ্ছেন প্রেসিডেন্ট রায়িসি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি বলেছেন, তার প্রশাসন দেশের উন্নয়নকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সঙ্গে সম্পর্কযুক্ত করবে না। তিনি জোর দিয়ে বলেন, ভিয়েনা সংলাপের বাইরে থেকেই পশ্চিমা নিষেধাজ্ঞা অকার্যকর করে দেয়ার প্রচেষ্টা অব্যাহত আছে।

ইরানের চার হাজার শহীদ আলেমের স্মরণে আয়োজিত এক সভায় ভাষণ দেয়ার সময় আজ (বুধবার) প্রেসিডেন্ট রায়িসি এসব কথা বলেন। তিনি বলেন, শহীদদের রক্ত শত্রুদের প্রতিরোধ করা, ইসলামি মূল্যবোধ সংরক্ষণ, দেশ গঠন, জনগণের সমস্যার সমাধান, ঐক্য মজবুতকরণ, জাতীয় সংহতি প্রতিষ্ঠা এবং ইসলামি বিপ্লবের নেতার দিক-নির্দেশনা অনুসরণ করার বার্তা বহন করে।

প্রেসিডেন্ট রায়িসি বলেন, “যেহেতু আমরা শত্রুদের হুমকিকে বাধা মনে করি না, সে কারণে দেশের উন্নতিকে নিষেধাজ্ঞার প্রত্যাহারের ওপর নির্ভরশীল করব না। আমরা এসব বিষয় বাস্তবক্ষেত্রে প্রয়োগ করে এবং আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে দেখিয়েছি যে, সর্বোচ্চ নেতার অবস্থানই আমাদের অবস্থান। একইসময়ে আমরা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে প্রচেষ্টা অব্যাহত রেখেছি।”

রায়িসি জানান, নিষেধাজ্ঞা অকার্যকর করার জন্য সদরদপ্তর প্রতিষ্ঠা করা হয়েছে এবং ইরানের জনগণ অর্থনীতির ক্ষেত্রে যে সমস্যা মোকাবেলা করছে তা নিরসনে সক্রিয় প্রচেষ্টা চলছে। তিনি বলেন, শত্রুদের কৌশল হচ্ছে ইরানের জনগণকে নিরাশ করা কিন্তু ইসলামি প্রজাতন্ত্রের কৌশল হচ্ছে জনগণের মাঝে আশা জাগানো।#   

পার্সটুডে/এসআইবি/২৫

ট্যাগ