ডলার বাদ দিয়ে নিজস্ব একক মুদ্রা চালু করতে এসসিও-কে ইরানের চিঠি
-
মাহদি সাফারি
সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিও'র সদস্য দেশগুলোর মধ্যে একক মুদ্রা চালুর জন্য চিঠি দিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। আন্তর্জাতিক বাণিজ্যে ডলার ও ইউরোর আধিপত্য ঠেকাতে অনেক আগে থেকেই নিজস্ব একক মুদ্রা চালুর ওপর জোর দিয়ে আসছে তেহরান।
ইরানের অর্থনৈতিক কূটনীতি বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী মাহদি সাফারি বলেছেন, দেড় মাস আগে আমরা একক মুদ্রা চালুর প্রস্তাব সাংহাই সহযোগিতা সংস্থার কাছে উত্থাপন করেছি। বাণিজ্য সহজতর করতে এই প্রস্তাব দিয়েছি আমরা।
তিনি আরও বলেন, ইরানের প্রস্তাবটি কার্যকর হলে এটি সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলো বিশেষকরে চীন, ভারত, পাকিস্তান ও রাশিয়ার মতো শক্তিশালী দেশগুলোর মধ্যে বাণিজ্য সমস্যার সমাধান হয়ে যাবে।
বর্তমানে সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলো হচ্ছে চীন, রাশিয়া, তাজিকিস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান, কিরগিজিস্তান, ভারত, পাকিস্তান ও ইরান।
এছাড়া ইরান কৃষ্ণ সাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থা বা বিএসইসি'র সঙ্গে সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দিচ্ছে। উপ-পররাষ্ট্রমন্ত্রী মাহদি সাফারি আরও বলেন, আমাদের অবশ্যই এই সংস্থার সদস্য দেশগুলোর সাথে যোগাযোগের পথগুলোকে বৈচিত্র্যময় করতে হবে।#
পার্সটুডে/এসএ/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।