অযৌক্তিক আচরণের কারণে ইরান আইএইএ'র ক্যামেরা খুলে ফেলবে
https://parstoday.ir/bn/news/iran-i108976-অযৌক্তিক_আচরণের_কারণে_ইরান_আইএইএ'র_ক্যামেরা_খুলে_ফেলবে
ইসলামি প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থা জানিয়েছে যে, ইরানের পরমাণু স্থাপনায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ’র যে নজরদারি ক্যামেরা বসানো হয়েছিল সেগুলো খুলে ফেলা হবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ০৮, ২০২২ ১৯:০৪ Asia/Dhaka
  • ইরানের একটি পরমাণু স্থাপনা
    ইরানের একটি পরমাণু স্থাপনা

ইসলামি প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থা জানিয়েছে যে, ইরানের পরমাণু স্থাপনায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ’র যে নজরদারি ক্যামেরা বসানো হয়েছিল সেগুলো খুলে ফেলা হবে।

ইরানের আণবিক শক্তি সংস্থা আজ (বুধবার) এক বিবৃতিতে বলেছে, ইরানের পরমাণু স্থাপনায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়টি পর্যবেক্ষণের জন্য যে নজরদারি ক্যামেরা বসানো হয়েছে তা খুলে ফেলা হবে। আইএইএ’র বোর্ড অব গভর্নর্সদের বৈঠকে আন্তর্জাতিক সংস্থাটি ইরানের প্রতি অযৌক্তিক আচরণের কারণে এই পাল্টা ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে তেহরান।

ইরানের বিবৃতিতে বলা হয়েছে, আইএইএ-কে ইরানের পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক ভাবে সহযোগিতা করেছেন কিন্তু সংস্থাটি ইরানের এই সহযোগিতা ও সদিচ্ছাকে সমর্থন না করে বরং এটি ইরানের দায়িত্ব বলে বিবেচনা করছে। এর ফলে ইরান তার পরমাণু স্থাপনা থেকে আইএইএ'র নজরদারি ক্যামেরা সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ইরানের আণবিক শক্তি সংস্থা জানিয়েছে, আজ থেকে সিদ্ধান্ত কার্যকর হবে এবং এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/৮