ইরানে ১৫০ পারমাণবিক পণ্য ন্যাশনাল স্ট্যান্ডার্ড পেয়েছে
(last modified Thu, 09 Jun 2022 09:07:25 GMT )
জুন ০৯, ২০২২ ১৫:০৭ Asia/Dhaka
  • ইরানে ১৫০ পারমাণবিক পণ্য ন্যাশনাল স্ট্যান্ডার্ড পেয়েছে

ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামি বলেছেন,  ইরানে পরমাণু প্রযুক্তির সঙ্গে সংশ্লিষ্ট ১৫০টি পণ্য এ পর্যন্ত জাতীয় মান নিয়ন্ত্রণ সংস্থার অনুমোদন লাভ করেছে। তিনি আজ (বৃহস্পতিবার) তেহরানে জ্ঞান ভিত্তিক উৎপাদন বিষয়ক এক সম্মেলনে এ কথা বলেন।

ইসলামি বিপ্লবের পর থেকে এ পর্যন্ত ইরান পরমাণু ক্ষেত্রে  নানা সাফল্য অর্জন করেছে। ইরানি গবেষক ও বিজ্ঞানীরা এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে নানা পণ্য উৎপাদনে সক্ষম হয়েছেন।

ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান এ প্রসঙ্গে বলেছেন, জাতীয় পরমাণু শক্তি সংস্থা নিজেদের পণ্য উৎপাদন ও নিয়ন্ত্রণের ক্ষেত্রে জাতীয় মান নিয়ন্ত্রণ ব্যবস্থার নীতিমালা অনুসরণ করে থাকে। এর ফলে পরমাণু প্রযুক্তির সঙ্গে সংশ্লিষ্ট ১৫০টি পণ্য জাতীয় মান নিয়ন্ত্রণ সংস্থার অনুমোদন লাভ করেছে এবং আরও সমসংখ্যক পণ্য অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে।

তিনি বলেন, পরমাণু শক্তি সংস্থার এ সংক্রান্ত কার্যক্রম আরও জোরদার হবে। কারণ পরমাণু প্রযুক্তির ক্ষেত্রটা অনেক বড়। এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সব ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

পানি, মাটি, বায়ু, পরিবেশ, কৃষি, খাদ্যপণ্য, শিল্প এবং নানা ধরণের স্মার্ট সিস্টেম নিয়েও জাতীয় পরমাণু শক্তি সংস্থা কাজ করছে বলে তিনি জানান।#

পার্সটুডে/এসএ/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ