ইসরাইলি হামলার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার ব্যক্ত করল তেহরান
(last modified Tue, 14 Jun 2022 09:18:07 GMT )
জুন ১৪, ২০২২ ১৫:১৮ Asia/Dhaka
  • ইসরাইলি গুপ্তচরেদের হামলায় শহীদ কনেৃল হাসান খোদায়ির কফিন নিয়ে শোক মিছিল
    ইসরাইলি গুপ্তচরেদের হামলায় শহীদ কনেৃল হাসান খোদায়ির কফিন নিয়ে শোক মিছিল

ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, দেশের নাগরিকদের নিরাপত্তা সরকারের কাছে রেডলাইন, এ নিয়ে কোনোরকম আপস করা হবে না। একইসঙ্গে ইহুদিবাদী ইসরাইল ইরানের ভেতরে যে সমস্ত সন্ত্রাসী তৎপরতা চালিয়েছে তা বিনা জবাবে পার পাবে না বলেও তেহরান ঘোষণা করেছে।

ইরান সরকারের মুখপাত্র আলী বাহাদুরি জাহরোমি বার্তা সংস্থা তাসনিমকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন। ইরানের ইসলামি বিপ্লবি গার্ড বাহিনী বা আইআরজিসি’র একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তাকে হত্যা এবং ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইল হামলা চালানোর হুমকি দেয়ার পর বার্তা সংস্থা তাসনিম এই সাক্ষাৎকার গ্রহণ করে।

ইরান সরকারের মুখপাত্র আলী বাহাদুরি জাহরোমি (ফাইল ফটো)

আলী বাহাদুরি বলেন, ইসরাইলের জন্মের মূলে ছিল দখলদারিত্ব ও সন্ত্রাসবাদ এবং এখনো পর্যন্ত তা পরিষ্কার। অবৈধ ইহুদিবাদী সরকার সন্ত্রাসবাদ, নির্যাতন এবং মানবাধিকার লঙ্ঘনের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল এবং এর অস্তিত্ব টিকে রয়েছে এই সমস্ত অন্যায় অপকর্মের মধ্য দিয়ে।

বাহাদুরি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের কাছে তার জনগণের নিরাপত্তা হচ্ছে রেড লাইন, বাইরের শক্তি ইসরাইলের হুমকি থেকে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে ধরনের পদক্ষেপ নেয়া প্রয়োজন সরকার তা নেবে।

ইরান সরকারের মুখপাত্র সুস্পষ্ট করে বলেন, ইসরাইলের ব্যাপারে তার দেশের অবস্থান একেবারেই পরিষ্কার এবং তাতে কখনো পরিবর্তন আসবে না। ইসরাইলের নানামুখী সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে আন্তর্জাতিক সংস্থাগুলোর পরিষ্কার অবস্থান এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি।#

পার্সটুডে/এসআইবি/১৪

ট্যাগ