জুন ১৫, ২০২২ ০৬:০১ Asia/Dhaka
  • মঙ্গলবার তেহরানে দুই পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
    মঙ্গলবার তেহরানে দুই পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান মুসলিম বিশ্বের দু’টি বড় প্রভাবশালী দেশ হিসেবে পাকিস্তানের সঙ্গে তার দেশের গভীর সম্পর্ককে আশাব্যাঞ্জক বলে উল্লেখ করেছেন।তিনি পাক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টোর তেহরান সফরের প্রতি ইঙ্গিত করে মঙ্গলবার রাতে এক টুইটার বার্তায় এ মন্তব্য করেন।

আব্দুল্লাহিয়ান বলেন, মুসলিম বিশ্বের দু’টি প্রভাবশালী দেশ হিসেবে ইরান ও পাকিস্তানের মধ্যে সব সময় গভীর সম্পর্ক বিদ্যমান ছিল এবং এখন সে সম্পর্ক আরো শক্তিশালী হচ্ছে।  

ইরানের পররাষ্ট্রমন্ত্রী নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া পোস্টে আরো লিখেছেন, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে দু’দেশের মধ্যকার পর্যটন, বাণিজ্য, রাজনৈতিক ও নিরাপত্তাগত সহযোগিতা, ইরানের পবিত্র স্থানগুলো জিয়ারত করতে আসা পাকিস্তানি নাগরিকদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা প্রদান, আফগানিস্তান সংকট এবং ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের উপায় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

আব্দুল্লাহিয়ানের আমন্ত্রণে সাড়া দিয়ে গতকাল (মঙ্গলবার) বিলাওয়াল ভুট্টো দুদিনের সফরে তেহরান আসেন এবং ওই দিনই ইরানের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী ও নগর উন্নয়নমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। পাকিস্তানে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বাধীন নয়া সরকার ক্ষমতা গ্রহণের পর এই প্রথম দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইরান সফরে এলেন। ইরান ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৭৫তম বার্ষিকীতে এ সফর অনুষ্ঠিত হচ্ছে।#

পার্সটুডে/এমএমআই/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ