জুন ১৬, ২০২৪ ০৯:৩১ Asia/Dhaka
  • মেজর জেনারেল হোসেইন সালামি
    মেজর জেনারেল হোসেইন সালামি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, তার দেশ সামরিক ও রাজনৈতিক শক্তিমত্তার দিক দিয়ে সর্বোচ্চ চূড়ায় আরোহন করেছে এবং আন্তর্জাতিক সমীকরণের একটি গুরুত্বপূর্ণ উপাদানে পরিণত হয়েছে।

তিনি গতকাল (শনিবার) রাজধানী তেহরানে ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন।

জেনারেল সালামি বলেন, “বিগত কয়েক দশকের মধ্যে আমরা শক্তিমত্তার সর্বোচ্চ চূড়ায় অবস্থান করছি। আন্তর্জাতিক অঙ্গনে ইরান এখন এমন একটি অবস্থানে পৌঁছেছে যে, বিশ্বের যেকোনো রাজনৈতিক ও নিরাপত্তামূলক ঘটনায় এখন আর কেউ ইরানের অবস্থানকে উপেক্ষা করতে বা ইরানকে বাদ দিয়ে কথা বলতে পারে না।”

আইআরজিসির প্রধান কমান্ডার বলেন, আমির-আব্দুল্লাহিয়ান তার কূটনৈতিক দক্ষতা দিয়ে আঞ্চলিক ও বৈশ্বিক অঙ্গনে ইরানের সামরিক শক্তি বৃদ্ধির পক্ষে যুক্তি তুলতে সক্ষম হয়েছিলেন।

তিনি বলেন, গত এপ্রিলের মাঝামাঝি সময়ে ইরান ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ‘সত্য প্রতিশ্রুতি’ নামক যে সামরিক অভিযান চালিয়েছিল তার প্রেক্ষাপট তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন মরহুম পররাষ্ট্রমন্ত্রী আমির-আব্দুল্লাহিয়ান।

আইআরজিসির কমান্ডার বলেন, “আমরা ইসরাইল অভিমুখে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিলাম ঠিকই কিন্তু সেই হামলার বৈধতা প্রতিষ্ঠিত করার জন্য শক্তিশালী কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছিলেন আমির-আব্দুল্লাহিয়ান।”

দামেস্কে ইরানের কূটনৈতিক মিশনে হামলার জবাবে মধ্য-এপ্রিলে ইরান ইসরাইলের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে অন্তত ৩০০ ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছিল। এদিকে, গতমাসে ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে এক হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী আমির-আব্দুল্লাহিয়ানও নিহত হন।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/১৬

 

ট্যাগ