ইরান পরমাণু অস্ত্র তৈরি করার চেষ্টা করছে না: রাফায়েল গ্রোসি
https://parstoday.ir/bn/news/iran-i109248-ইরান_পরমাণু_অস্ত্র_তৈরি_করার_চেষ্টা_করছে_না_রাফায়েল_গ্রোসি
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, তার সংস্থার কাছে এমন কোনো দলিল নেই যা দিয়ে প্রমাণ করা যাবে যে, ইরানের কাছে পরমাণু অস্ত্র আছে কিংবা দেশটি পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে। তিনি মঙ্গলবার সৌদি আরবের নিউজ চ্যানেল আল-আরাবিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ১৫, ২০২২ ০৬:৩৩ Asia/Dhaka
  • আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসি
    আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসি

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, তার সংস্থার কাছে এমন কোনো দলিল নেই যা দিয়ে প্রমাণ করা যাবে যে, ইরানের কাছে পরমাণু অস্ত্র আছে কিংবা দেশটি পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে। তিনি মঙ্গলবার সৌদি আরবের নিউজ চ্যানেল আল-আরাবিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানান।

গ্রোসি বলেন, ইরান নিজের পরমাণু সক্ষমতাকে শক্তিশালী করেছে ঠিকই কিন্তু এর অর্থ এই নয় যে, দেশটি পরমাণু অস্ত্র তৈরির কাছাকাছি পৌঁছেছে। আমাদের কাছে এমন কোনো দলিল নেই যা দিয়ে প্রমাণ করা যাবে যে, ইরানের কাছে পরমাণু অস্ত্র রয়েছে কিংবা দেশটির পরমাণু অস্ত্র তৈরির করার কর্মসূচি হাতে নিয়েছে। এ বিষয়টি আইএইএর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে গ্রোসি উল্লখ করেন।

আইএইএর মহাপরিচালক বলেন, ইরান শতকরা ৬০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে যা পরমাণু অস্ত্র তৈরির ৯০ মাত্রার অত্যান্ত কাছাকাছি। পরিস্থিতি উত্তপ্ত হলে তা পরমাণু আলোচনায় অংশগ্রহণকারী কোনো পক্ষের জন্যই সুখকর হবে না বলে তিনি মন্তব্য করেন।

গ্রোসি দাবি করেন, ইরানের তিনটি অঘোষিত স্থানে ইউরেনিয়ামের অস্তিত্ব পাওয়া গেছে। এ সম্পর্কে আমরা ইরানের কাছে প্রশ্ন রেখেছিলাম কিন্তু বিষয়টি এখনও আমাদের কাছে স্পষ্ট হয়নি।

তিনি এমন সময় এসব কথা বললেন যখন আমেরিকাসহ চার পশ্চিমা দেশ গত ৮ জুন আইএইএতে ইরানবিরোধী একটি প্রস্তাব পাস করেছে। ইহুদিবাদী ইসরাইলের চাপে এবং আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসির সহযোগিতায় প্রস্তাবটি পাস করা হয়েছে।

প্রস্তাবটিতে ইরানের পক্ষ থেকে সদিচ্ছা নিয়ে আইএইএকে যেসব সহযোগিতা করা হয়েছে তার সবগুলো উপেক্ষা করা হয়েছে।#

পার্সটুডে/এমএমআই/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।