গ্যাস বাবদ ১৬০ কোটি ডলার পরিশোধ করেছে ইরাক: ইরানের তেলমন্ত্রী
(last modified Thu, 16 Jun 2022 14:40:01 GMT )
জুন ১৬, ২০২২ ২০:৪০ Asia/Dhaka
  • ইরানের তেলমন্ত্রী
    ইরানের তেলমন্ত্রী

ইরাক গ্যাস কেনা বাবদ ১৬০ কোটি মার্কিন ডলার বকেয়া পরিশোধ করেছে বলে জানিয়েছেন ইরানের তেলমন্ত্রী জাওয়াদ ওউজি। তিনি এক টুইটার বার্তায় এ তথ্য জানান।

ইরানের তেলমন্ত্রী আরও বলেছেন, ইরানের কয়েক মাসব্যাপী সফল কূটনৈতিক তৎপরতার কারণে ইরাকের কাছ থেকে কয়েক বছরের পাওনা আদায় করা সম্ভব হয়েছে। এছাড়া ইরানের গ্যাস রপ্তানি গত বছরের তুলনায় ২৫ শতাংশ বেড়েছে। তবে অর্থ আদায় বেড়েছে ৯০ শতাংশ।

মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরান থেকে তেল ও গ্যাস কেনার পরও অর্থ পরিশোধে বাধার সম্মুখীন হচ্ছে বিভিন্ন দেশ। তবে সম্প্রতি নানা উপায়ে এসব অর্থ পরিশোধের গতি বেড়েছে।

ইরান জ্বালানি তেলের বাইরেও গ্যাস ও বিদ্যুতের মতো অন্যান্য জ্বালানি রপ্তানি করে থাকে। প্রতিবেশী দেশগুলোই ইরানের গ্যাস ও বিদ্যুতের প্রধান ক্রেতা।

আমেরিকার কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান জ্বালানি রপ্তানি অব্যাহত রাখতে সক্ষম হয়েছে যা ওয়াশিংটনের জন্য লজ্জার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

পার্সটুডে/এসএ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ