ইরানি পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য
ভিয়েনা আলোচনায় ছাড় আদায়ে আমেরিকা আইএইএ-তে প্রস্তাব পাস করেছে
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, ভিয়েনায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ এর বোর্ড অব গভর্নর্সের বৈঠকে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি মিলিয়ে ইরান-বিরোধী যে প্রস্তাব পাস করেছে তা মূলত পরমাণু আলোচনায় তেহরানের কাছ থেকে ছাড় আদায়ের লক্ষ্যে করা হয়েছে।
বৃহস্পতিবার ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেনের সঙ্গে টেলিফোন আলাপে এসব কথা বলেন আমির আব্দুল্লাহিয়ান। টেলিফোন আলাপে দুইমন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক বিভিন্ন ঘটনাবলী নিয়েও আলোচনা করেন।
তিনি বলেন, "ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধির মাধ্যমে আমেরিকা এবং ইরানের মধ্যে বার্তা বিনিময়ের মধ্যে হঠাৎ করেই হোয়াইট হাউস আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থায় ইরান-বিরোধী প্রস্তাব পাসের চিন্তা করে। তিনি বলেন, আমেরিকার লক্ষ্য হচ্ছে এই প্রস্তাব পাসের মাধ্যমে ভিয়েনা আলোচনার টেবিলে ইরানের কাছ থেকে রাজনৈতিক ছাড় আদায় করা।"

আমির আব্দুল্লাহিয়ান বলেন, “ইরান সবসময় পশ্চিমাদেরকে কূটনৈতিক পথে ফিরে আসার আহ্বান জানিয়ে আসছে, এমনকি ভিয়েনায় আইএইএ'র সাম্প্রতিক বোর্ড মিটিংয়ের আগেও তেহরান এই আহ্বান জানিয়েছে। কিন্তু আমেরিকার অগঠনমূলক আচরণের কারণে পরবর্তীতে আমরা পরমাণু কর্মসূচি পরিচালনার জন্য পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হয়েছি।”
ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা কূটনীতিকেই একটি ভালো, শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী চুক্তির জন্য উত্তম পথ বলে মনে করি। তবে বলদর্পী আচরণের মুখে আমাদের প্রতিক্রিয়া হবে শক্তিশালী।”#
পার্সটুডে/এসআইবি/১৭