আফগান জনগণের প্রতি সহায়তার হাত বাড়াতে ইরানিদের প্রতি খতিবের আহ্বান
https://parstoday.ir/bn/news/iran-i109682-আফগান_জনগণের_প্রতি_সহায়তার_হাত_বাড়াতে_ইরানিদের_প্রতি_খতিবের_আহ্বান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ কাজেম সিদ্দিকি প্রতিবেশী আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে আসতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ২৪, ২০২২ ১৮:৫৭ Asia/Dhaka
  • আয়াতুল্লাহ কাজেম সিদ্দিকি
    আয়াতুল্লাহ কাজেম সিদ্দিকি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ কাজেম সিদ্দিকি প্রতিবেশী আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে আসতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি আজ তেহরানে জুমার নামাজের খুতবায় এ আহ্বান জানান। তিনি বলেন, আফগানিস্তানে ভূমিকম্পে হতাহতের ঘটনায় শোক ও সমবেদনা জানাচ্ছি। সরকারি সহায়তার পাশাপাশি সাধারণ মানুষের পক্ষ থেকেও সাহায্যের হাত বাড়িতে দিতে হবে।

ইরানের পক্ষ থেকে এরিমধ্যে কয়েক দফায় ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে আফগানিস্তানে। এছাড়া উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালাতে সেখানে ১৮ সদস্যের একটি টিম পাঠানো হয়েছে।

আজকের জুমা নামাজের খুতবায় ইরানের বিচার বিভাগের ভূমিকা নিয়েও কথা বলেন আয়াতুল্লাহ সিদ্দিকি। ইরানে এখন 'বিচার বিভাগ সপ্তাহ' চলছে। এ উপলক্ষে তিনি বলেন, বিচার বিভাগ হচ্ছে আইনের রক্ষক এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল মানুষের নিরাপত্তা নিশ্চিতকারী।

তিনি বিচারকদের নানা পরামর্শ দিয়ে বলেন, যেকোনো বিশৃঙ্খলায় জনগণের জন্য আলোকবর্তিকা হিসেবে কাজ করে বিচার বিভাগ।#   

পার্সটুডে/এসএ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।