ইরানের দক্ষিণাঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প: নিহত ৫ আহত ৫০
https://parstoday.ir/bn/news/iran-i110004-ইরানের_দক্ষিণাঞ্চলে_৬_দশমিক_৩_মাত্রার_ভূমিকম্প_নিহত_৫_আহত_৫০
ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে অন্তত ৫ জন নিহত ও অন্তত ৫০ জন আহত হয়েছেন। আজ (শনিবার) ভোরে এই ভূমিকম্প হয়। ইরানের দক্ষিণাঞ্চলে প্রথমে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়। এরপর সেই এলাকায় ৬ দশমিক ৩ মাত্রায় আরও ২টি ভূকম্পন হয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ০২, ২০২২ ১৪:৫১ Asia/Dhaka
  • ইরানের দক্ষিণাঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প: নিহত ৫ আহত ৫০

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে অন্তত ৫ জন নিহত ও অন্তত ৫০ জন আহত হয়েছেন। আজ (শনিবার) ভোরে এই ভূমিকম্প হয়। ইরানের দক্ষিণাঞ্চলে প্রথমে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়। এরপর সেই এলাকায় ৬ দশমিক ৩ মাত্রায় আরও ২টি ভূকম্পন হয়।

পারস্য উপসাগর তীরবর্তী হরমুজগান প্রদেশের জরুরি ব্যবস্থাপনা বিভাগের প্রধান মেহেরদাদ হাসানজাদেহ বলেছেন, ভূমিকম্পে ৫ জন নিহত হয়েছেন এবং অন্তত ২৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বাকি ২৫ জনকে হাসপাতালের বহির্বিভাগে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।  তিনি আরও বলেন, উদ্ধারকাজ চলছে।  জরুরিভিত্তিতে থাকার জন্য তাঁবু সরবরাহ করা হচ্ছে।

ভূমিকম্পে কোনো কোনো ঘরবাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে

ভূমিকম্পে পারস্য উপসাগর তীরবর্তী সায়েহ খোশ গ্রামটি মাটির সঙ্গে মিশে গেছে। ৬ দশমিক ৩ ও ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পের পর অন্তত ১২ বারের বেশি ভূকম্পন অনুভূত হয়।

বান্দার লেনগেহ শহরের গভর্নর ফুয়াদ মোরাদজাদেহ বলেছেন, যারা নিহত হয়েছেন তারা প্রথমবারের ভূমিকম্পেই নিহত হয়েছেন।  পরের বারের ভূমিকম্পে কেউ মারা যাননি। কারণ, ততক্ষণে সবাই ঘর থেকে বের হয়ে গিয়েছিলেন।#

পার্সটুডে/এমএমআই/‌২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।