জুলাই ০৬, ২০২২ ০৬:০৫ Asia/Dhaka
  • সাম্রাজ্যবাদী শক্তির সামনে প্রতিরোধ গড়ে তুললে বিজয় অবশ্যম্ভাবী

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি ভেনিজুয়েলার স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর কাছে একটি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।

বার্তায় তিনি স্বাধীনতা দিবস উপলক্ষে ভেনিজুয়েলার সরকার ও জনগণকে অভিনন্দন জানিয়ে বলেছেন, তার দেশের সঙ্গে ভেনিজুয়েলার সম্পর্ক শক্তিশালী করার পাশাপাশি সাম্রাজ্যবাদী শক্তিগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললে নিশ্চিত বিজয় অর্জন করা সম্ভব হবে।

রায়িসি তার চিঠিতে বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার পাশাপাশি সাম্রাজ্যবাদী শক্তিগুলোর মাত্রাতিরিক্ত দাবির সামনে প্রতিরোধ গড়ে তুললে বিজয় অবশ্যম্ভাবী।তিনি ভেনিজুয়েলার স্বাধীনতা দিবসকে উপনিবেশবাদী শক্তিগুলোর বিরুদ্ধে স্বাধীনতাকামী জাতিগুলোর বিজয়ের উৎকৃষ্ট উদাহরণ বলে বর্ণনা করেন।

শুভেচ্ছা বার্তায় ইরানের প্রেসিডেন্ট ভেনিজুয়েলার সঙ্গে তার দেশে ‘বন্ধুত্বপূর্ণ ও কৌশলগত সম্পর্ক’ আরো শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন।

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গতমাসে ইরান সফরে এসে তেহরানের সঙ্গে তার দেশের ২০ বছর মেয়াদি অংশীদারিত্বের চুক্তি সই করেন। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে বিজ্ঞান, প্রযুক্তি, কৃষি, তেল ও গ্যাস, পেট্রোকেমিক্যাল, পর্যটন ও সংস্কৃতি খাতে দু’দেশের মধ্যে সম্পর্ক শক্তিশালী করা হবে এই চুক্তির উদ্দেশ্য।

ল্যাটিন আমেরিকার দেশ ভেনিজুয়েলা সাম্প্রতিক সময়ে সাম্রাজ্যবাদী আমেরিকার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে। অন্যদিকে ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের মাধ্যমে ইরানি জনগণ তাদের দেশ থেকে চিরতরে কালো হাত গুটিয়ে নিতে আমেরিকাকে বাধ্য করেছে।#

পার্সটুডে/এমএমআই/‌৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ