‘কোনো অশুভ শক্তি যেন তেহরান-কাবুল সম্পর্ক নষ্ট করতে না পারে’
https://parstoday.ir/bn/news/iran-i110174-কোনো_অশুভ_শক্তি_যেন_তেহরান_কাবুল_সম্পর্ক_নষ্ট_করতে_না_পারে’
কাবুলে নিযুক্ত ইরানের উপ রাষ্ট্রদূত সাইয়্যেদ হাসান মুর্তজাবি বলেছেন, আফগানিস্তানের সঙ্গে তার দেশের ঐতিহাসিক সম্পর্ক বিদ্যমান। তিনি গতকাল (মঙ্গলবার) আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের উপ পররাষ্ট্রমন্ত্রী শের মোহাম্মাাদ আব্বাস স্তানাকজাইর সঙ্গে সাক্ষাতে এ মন্তব্য করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ০৬, ২০২২ ০৬:২৫ Asia/Dhaka
  • মঙ্গলবার কাবুলে স্তানাকজাই\'র সঙ্গে সাক্ষাৎ করেন মুর্তাজাবি (বোমে)
    মঙ্গলবার কাবুলে স্তানাকজাই\'র সঙ্গে সাক্ষাৎ করেন মুর্তাজাবি (বোমে)

কাবুলে নিযুক্ত ইরানের উপ রাষ্ট্রদূত সাইয়্যেদ হাসান মুর্তজাবি বলেছেন, আফগানিস্তানের সঙ্গে তার দেশের ঐতিহাসিক সম্পর্ক বিদ্যমান। তিনি গতকাল (মঙ্গলবার) আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের উপ পররাষ্ট্রমন্ত্রী শের মোহাম্মাাদ আব্বাস স্তানাকজাইর সঙ্গে সাক্ষাতে এ মন্তব্য করেন।

প্রতিবেশী দু’টি মুসলিম দেশের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের প্রতি ইঙ্গিত করে মুর্তাজাবি বলেন, কোনো অশুভ শক্তিকে এই সম্পর্ক নস্যাত করার সুযোগ দেয়া তেহরান বা কাবুলের উচিত হবে না।

সাক্ষাতে আফগানিস্তানের সঙ্গে সহযোগিতা বজায় রাখার জন্য ইরানকে ধন্যবাদ জানান শের মোহাম্মাদ স্তানাকজাই। তিনি দু’দেশের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের সুযোগ করে দেয়ার আহ্বান জানান। তালেবান উপ পররাষ্ট্রমন্ত্রী ইরানে বসবাসরত আফগান শরণার্থীদের ব্যাংকিং সুবিধা ব্যবহার সহজ করে দেয়ার আহ্বান জানান এবং তেহরান ও কাবুলের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা আরো শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন।

মঙ্গলবার আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাইর সঙ্গেও সাক্ষাৎ করেন ইরানের উপ রাষ্ট্রদূত। ওই সাক্ষাতে আফগানিস্তানে সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণসামগ্রী পাঠানোয় তেহরানের প্রতি কৃতজ্ঞতা জানান কারজাই।#

পার্সটুডে/এমএমআই/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।