জুলাই ০৭, ২০২২ ০৬:৫১ Asia/Dhaka
  • ইরান টেকসই ও নির্ভরযোগ্য চুক্তি সই করতে চায়: আলী শামখানি

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, তার দেশ দ্রুততম সময়ের মধ্যে একটি টেকসই ও নির্ভরযোগ্য চুক্তিতে উপনীত হওয়ার জন্যই পাশ্চাত্যের সঙ্গে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা শুরু করেছে। ইরান সফররত কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মাদ বিন আব্দুর রহমান আলে সানি গতকাল (বুধবার) তেহরানে আলী শামখানির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন।

কাতারে গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র মধ্যস্থতায় আমেরিকার সঙ্গে ইরানের পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়।তবে ওই আলোচনা থেকে কোনো ফল বেরিয়ে আসেনি।

আলে সানির সঙ্গে বৈঠকে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা শামখানি বলেন, ইরান ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করে নিজের ওপর থেকে আমেরিকার অবৈধ ও নিপীড়নমূলক নিষেধাজ্ঞা প্রত্যাহার করাতে চায়। তিনি বলেন, ইরান এমন চুক্তি স্বাক্ষর করতে চায় যার ফলে বিশ্বের যেকোনো দেশ কোনো ধরনের শঙ্কা ছাড়া ইরানে পুঁজি বিনিয়োগ এবং ইরানের সঙ্গে লেনদেন করতে পারে। এর অন্যথায় ‘চুক্তির জন্য চুক্তি স্বাক্ষর’ করে তেহরানের কোনো লাভ হবে না।

সাক্ষাতে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক ইস্যুতেও কথা বলেন শামখানি। তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরান সর্বাত্মক ও কৌশলগত সম্পর্ক স্থাপন করতে চায়।তিনি সন্ত্রাসবাদ ও ইহুদিবাদকে মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতার দু’টি মূল কারণ হিসেবে উল্লেখ করেন। আলী শামখানি বলেন, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে যেকোনো জোট সেটি বেসামরিক হলেও তা এ অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে হুমকিগ্রস্ত করবে।  

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবের সঙ্গে সাক্ষাতে কাতারের পররাষ্ট্রমন্ত্রী নিজের ইরান সফরের ব্যাপারে সন্তোষ প্রকাশ করে বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক স্থাপনের পথে থাকা কৃত্রিম প্রতিবন্ধকতাগুলো দূর করা উচিত।#

পার্সটুডে/এমএমআই/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ