জাগতিক আসক্তি থেকে অন্তরাত্মাকে ছিন্ন রাখার উপায় হলো হজ্জ: মোখবের
https://parstoday.ir/bn/news/iran-i110372-জাগতিক_আসক্তি_থেকে_অন্তরাত্মাকে_ছিন্ন_রাখার_উপায়_হলো_হজ্জ_মোখবের
সমগ্র ইরানজুড়ে আজ পালিত হয়েছে কুরবানির ঈদ। তেহরানের ইমাম খোমেনি ঈদগাহ ময়দানে হুজ্জাতুল ইসলাম মুহাম্মাদ জাওয়াদ হাজ আলি আকবারির ইমামতিতে ঈদের বিশাল জামাত অনুষ্ঠিত হয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ১০, ২০২২ ১৭:৪৯ Asia/Dhaka
  • ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ মোখবের
    ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ মোখবের

সমগ্র ইরানজুড়ে আজ পালিত হয়েছে কুরবানির ঈদ। তেহরানের ইমাম খোমেনি ঈদগাহ ময়দানে হুজ্জাতুল ইসলাম মুহাম্মাদ জাওয়াদ হাজ আলি আকবারির ইমামতিতে ঈদের বিশাল জামাত অনুষ্ঠিত হয়।

প্রেসিডেন্ট রায়িসি এবং বিচার বিভাগীয় প্রধান গোলাম হোসেন মোহসেনিসহ দেশের সকল স্তরের জনগণ স্বতস্ফূর্তভাবে ওই জামাতে যোগ দিলে অপূর্ব এক আধ্যাত্মিকতাপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়।

ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ মোখবের মুসলিম দেশগুলোর প্রধানমন্ত্রীকে পাঠানো বার্তায় ঈদুল আজহাকে আল্লাহর ইবাদাত এবং নৈকট্য লাভের উপায় বলে উল্লেখ করেন। মুসলিম সরকারগুলোর উদ্দেশে লেখা ওই বার্তায় তিনি লেখেন: আনুগত্যের উচ্চ শিখরে পৌঁছা এবং জাগতিক কামনা ও আসক্তি থেকে অন্তরাত্মাকে ছিন্ন রাখার উপায় হলো হজ্জ। হজ্জ আমাদের মুসলমাদের মাঝে দৃঢ় ঐক্য ও সংহতি বয়ে আনতে পারে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ রেজা অশতিয়নি

প্রেসিডেন্টের দফতরসহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বার্তা দিয়ে তাঁদের সমকক্ষের মাধ্যমে মুসলিম বিশ্বের সকল জনগণকে ঈদের শুভেচ্ছা জানানো হয়। একইভাবে ইরানের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ রেজা অশতিয়নিও মুসলিম বিশ্বে তাঁর সমকক্ষদের ঈদের অভিনন্দনবার্তা পাঠিয়েছেন। যেসব দেশের প্রতিরক্ষামন্ত্রীকে তিনি ঈদ শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন তাদের মধ্যে বাংলাদেশসহ মোট ৩৭টি মুসলিম দেশ রয়েছে।

ঈদের জামাতের আগে নাশিদ গোষ্ঠি ঈদ উপলক্ষে অসাধারণ সংগীত পরিবশেন করে।#

পার্সটুডে/এনএম/১০

 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।