ইরানের হাজার বছরের সংস্কৃতির প্রতি আমার অনুভূতি শ্রদ্ধাপূর্ণ: সুইস রাষ্ট্রদূত
https://parstoday.ir/bn/news/iran-i110424-ইরানের_হাজার_বছরের_সংস্কৃতির_প্রতি_আমার_অনুভূতি_শ্রদ্ধাপূর্ণ_সুইস_রাষ্ট্রদূত
ইরানে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত বলেছেন: হাজার বছরের প্রাচীন এই ভূখণ্ডের সংস্কৃতির শেকড় গভীরে প্রোথিত। এমন সংস্কৃতির প্রতি আমার হৃদয়ের অনুভূতি শ্রদ্ধায় পূর্ণ।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ১১, ২০২২ ২০:১৬ Asia/Dhaka
  • নাদিন অলিভিয়েরি লোজানো
    নাদিন অলিভিয়েরি লোজানো

ইরানে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত বলেছেন: হাজার বছরের প্রাচীন এই ভূখণ্ডের সংস্কৃতির শেকড় গভীরে প্রোথিত। এমন সংস্কৃতির প্রতি আমার হৃদয়ের অনুভূতি শ্রদ্ধায় পূর্ণ।

বার্তা সংস্থা ইসনা জানিয়েছে, ইরানে অবস্থিত সুইস দূতাবাসের সোশ্যাল নেটওয়ার্কে লেখা হয়েছে: সুইস রাষ্ট্রদূত নাদিন অলিভিয়েরি লোজানো গত শনিবার (৯ জুলাই) দূতাবাসের সাংস্কৃতিক অ্যাটাশেসহ একটি সাংস্কৃতিক সন্ধ্যায় যোগ দেন। ওই সাংস্কৃতিক আয়োজনটি ছিল মূলত বিখ্যাত শিল্পী হুমায়ুন শাজারিয়নের গানের আসর। 'শব্দের রঙ' নামের ওই সঙ্গীত সন্ধ্যায় বিভিন্ন শ্রেণী ও পর্যায়ের সংস্কৃতি ও শিল্প প্রেমিরা যোগ দেয়। সিয়ভাশ অর্কেস্ট্রা এবং অরাশ গুরানের পরিচালনায় অনুষ্ঠিত ওই সঙ্গীত আসরটি সুইস রাষ্ট্রদূত দারুণভাবে উপভোগ করেন।

সাংস্কৃতিক আয়োজন শেষে তাঁর ভালো লাগার কথা জানাতে গিয়ে হাজার বছরের পূরোণো ইরানি সাংস্কৃতিক এতিহ্য ও সমৃদ্ধির ভূয়সি প্রশংসা করেন।

ইরানে সুইস রাষ্ট্রদূত তার দায়িত্ব পালনের শুরুতে প্রথম কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকে শুভ লক্ষণ হিসেবে দেখছেন।

পার্সটুডে/এনএম/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।