সুইডেনের কূটনীতিকে তলব করল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i110570-সুইডেনের_কূটনীতিকে_তলব_করল_ইরান
ইসলামী প্রজাতন্ত্র ইরানের একজন নাগরিককে ভিত্তিহীন অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দেয়ায় সুইডেনের কূটনীতিকে তলব করেছে তেহরান।
(last modified 2025-11-11T14:44:42+00:00 )
জুলাই ১৫, ২০২২ ০৯:১১ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ভবন
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ভবন

ইসলামী প্রজাতন্ত্র ইরানের একজন নাগরিককে ভিত্তিহীন অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দেয়ায় সুইডেনের কূটনীতিকে তলব করেছে তেহরান।

মুনাফেকিন গোষ্ঠী ‘মুজাহিদীন এ খাল্ক অর্গানাইজেশন’ বা এমকেও’র ভিত্তিহীন অভিযোগের পরিপ্রেক্ষিতে ইরানের বিচার বিভাগের সাবেক কর্মকর্তা হামিদ নূরীকে সুইডেনের একটি আদালত যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এরপর গতকাল (বৃহস্পতিবার) ইরান সুইডেনের কূটনীতিককে তলব করে। ইরানের নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত তেহরানে না থাকায় সুইডিশ দূতাবাসের একজন কূটনীতিকে তলব করা হয়।

ইরানের কর্মকর্তারা সুইডিশ কূটনীতিকের কাছে একটি প্রতিবাদ লিপি হস্তান্তর করেন।

ইরানি কর্মকর্তারা বলেন, আদালত ইরানের নাগরিকের বিরুদ্ধে যে রায় দিয়েছে তা অবৈধ এবং আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। ওই আদালতের অযোগ্যতা এবং অবৈধ বিচার প্রক্রিয়া নিয়েও ইরান প্রতিবাদ জানিয়েছে। পাশাপাশি হামিদ নুরিকে দ্রুত মুক্তি দেয়ার দাবি জানান।

সন্ত্রাসী গোষ্ঠী এমকেও’র হত্যাকারীদের সাক্ষ্যের ভিত্তিতে সুইডেনের আদালত হামিদ নুরিকে কারাদণ্ড দিয়েছে। অথচ এই এমকেও গোষ্ঠী ইরানের নিরপরাধ ১৭ হাজার মানুষকে হত্যা করেছে। হামিদ নুরের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে, তিনি ১৯৮৮ সালে এমকেও সন্ত্রাসীদেরকে হত্যা এবং নির্যাতনের সঙ্গে যুক্ত ছিলেন।

২০১৯ সালের নভেম্বর মাসে হামেদ নুরি সুইডেনের রাজধানী স্টকহোমে যান। বিমান থেকে নামার পরপরই থাকে আটক করা হয় এবং সেই থেকে এই পর্যন্ত তিনি নির্জন কারাকক্ষে বন্দী ছিলেন।

ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রতিবাদের মুখে সুইডেনের কূটনীতিক বলেন, হামিদ নুরি আদালতের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ পাবেন। পাশাপাশি ইরানের এই প্রতিবাদের কথা তিনি সুইডেন সরকারকে জানাবেন বলেও উল্লেখ করেন।#

পার্সটুডে/এসআইবি/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।