জুলাই ১৬, ২০২২ ০৫:০৩ Asia/Dhaka
  • বোল্টনের অপকর্মের স্বীকারোক্তিতে কেউ বিস্মিত হয়নি: ইরান

ইরান বলেছে, সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বিশ্বের বিভিন্ন দেশের অভ্যুত্থানে নিজের হাত থাকার স্বীকারোক্তি দিয়ে যে অহঙ্কার প্রকাশ করেছেন তাতে কেউ বিস্মিত হয়নি বরং জনমনে আমেরিকার এ অপকর্ম সম্পর্কে যে ধারনা ছিল তা বদ্ধমূল হয়েছে মাত্র।

জন বোল্টন সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশে সামরিক অভ্যুত্থান পরিকল্পনায় নিজের জড়িত থাকার স্বীকারোক্তি দিয়ে বলেছেন, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে নয় বরং বিশ্বের অন্যান্য দেশে বহু অভ্যুত্থানের পরিকল্পনা করেছেন এবং এসব কাজ করতে তার অনেক পরিশ্রম করতে হয়েছে। 

বিশ্বের বিভিন্ন দেশের জনগণের দাবি উপেক্ষা করে লোক দেখানো অভ্যুত্থান বা সামরিক অভ্যুত্থানের মাধ্যমে আমেরিকার পদলেহী স্বৈরশাসদের ক্ষমতায় বসাতে আমেরিকার জুড়ি নেই। তবে সামগ্রিকভাবে মার্কিন সরকারগুলো এ কাজ করে আসলেও এসব অপকর্মের কুশিলব হিসেবে যারা নেপথ্যে ভূমিকা রেখেছেন জন বোল্টন নিজেকে তাদের একজন বলে দাবি করলেন। জীবন সায়াহ্নে এসে এই দাবির মাধ্যমে তিনি কৃতিত্ব নেয়ারও চেষ্টা করেন। 

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি চাফি এ সম্পর্কে বলেছেন, জন বোল্টন যে স্বীকারোক্তি দিয়েছেন তা কাউকে বিস্মিত করেনি।

নাসের কানয়ানি 

কানয়ানি শুক্রবার নিজের অফিসিয়াল টুইটার পেজে লিখেছেন, বিশ্বব্যাপী আধিপত্য বিস্তার করার লক্ষ্যে আমেরিকা এ ধরনের কূটচাল চালত এবং বোল্টন তার স্বীকারোক্তির মাধ্যমে অনেক দেশকে পরোক্ষ হুমকি দিতে চেয়েছেন। তবে আমেরিকার শেষ চাল হিসেবে এ ধরনের হুমকি মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। বর্তমান বিশ্বের কোনো দেশে আর এই নীতি প্রয়োগ করা যাবে না। 

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্কিন সরকারকে তার নীতিতে আমূল পরিবর্তন আনার আহ্বান জানান। তিনি বলেন, বিভিন্ন দেশের বৈধ সরকার উৎখাতের অভ্যুত্থানে জড়িত থাকার ঘটনা ছিল বিশ্বের একটি কুখ্যাত দেশের নাশকতামূলক তৎপরতা যা বোল্টনের স্বীকারোক্তির মাধ্যমে বিশ্ববাসীর কাছে আরো স্পষ্ট হলো।#

পার্সটুডে/এমএমআই/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ